বাস্কেটবলে বাজিমাত ৭ ফুটের বেশি লম্বা ঝাং জিয়ুর
ঝাং জিয়ু (Zhang Ziyu) আগামী দিনে বাস্কেটবল সুপারস্টার হওয়ার স্বপন দেখে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ঝাং জিয়ু অন্যান্য খেলোয়াড়দের তুলনায় অনেক বেশি লম্বা।
বেইজিং: চিনের লম্বা বাস্কেটবল (Basketball) তারকা এখন নেটিজেনদের চোখের মণি। তাকেই ইয়াও মিংয়ের (Yao Ming) পরবর্তী সবচেয়ে উঁচু ও সম্ভাবনাময় বাস্কেটবল তারকা মনে করতে শুরু করেছে অনেকে। পূর্ব চিনের শানডং-এর বাসিন্দা ঝাং জিয়ু। ১৪ বছর বয়সী এই কিশোরী বৃহস্পতিবার চিনের একটি ন্যাশনাল বাস্কেটবল লিগে তার দলকে জিতিয়েছে দুর্দান্ত পারফর্মেন্স করে।
ঝাং জিয়ু আগামী দিনে বাস্কেটবল সুপারস্টার হওয়ার স্বপন দেখে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ঝাং জিয়ু অন্যান্য খেলোয়াড়দের তুলনায় অনেক বেশি লম্বা। তিনি চিনা বাস্কেটবল সুপারস্টার ইয়াও মিংয়ের সমান উচ্চতার। ইয়াও মিং একজন সফল বাস্কেটবলার। তার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি।
ঝাং জিয়ু লম্বা হওয়ার কারণে খুব সহজেই বিপক্ষ দলের ছয়টি শট আটকাতে পেরেছে। ইতিমধ্যেই তিনি আলোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ায় অনেকে তার সফল বাস্কেটবল কেরিয়ার গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এক চিনা নাগরিক লিখেছেন, “মহিলাদের বাস্কেটবলের ভবিষ্যৎ আপনার ওপরে নির্ভরশীল”।
ঝাং জিয়ুর উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি। ছোটবেলা থেকেই ঝাং তার সমবয়সীদের চেয়ে লম্বা ছিল। অনেকে মনে করছে মাত্র ১৪ বছর বয়সেই এত লম্বা তাহলে ২০/২২ বছর বয়সে সে আরও লম্বা হবে। আরও পড়ুন: সাতসকালে উপত্যকায় নজরদারি চারটি ড্রোনের, সেনার নজরে আসতেই পগারপার