১১ গ্লাস মদ খেয়ে বিমানের মধ্যেই মা ও মেয়েকে হেনস্থা! ক্ষতিপূরণ চেয়ে আদলতে নির্যাতিতারা
জানা গিয়েছে, নিউইয়র্ক থেকে এথেন্স যাওয়ার বিমানে এই ঘটনা ঘটেছিল। ওই মহিলা আদালতে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই মত্ত ছিলেন। এবং অসংলগ্ন আচরণ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাকে মদ সরবরাহ করেছিল উড়ান কর্তৃপক্ষ।
নিউইয়র্ক: বিমানের মধ্যেই মা ও মেয়েকে হেনস্থার অভিযোগ উঠল এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। ডেল্টা উড়ান সংস্থার ৯ ঘণ্টার ওই যাত্রা রীতিমতো দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছিল ওই মহিলা ও তাঁর কিশোরী মেয়ের। এ নিয়ে উড়ান সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাই আদালতে ক্ষতিপূরণ চেয়ে এ নিয়ে মামলা করেছেন তাঁরা।
জানা গিয়েছে, নিউইয়র্ক থেকে এথেন্স যাওয়ার বিমানে এই ঘটনা ঘটেছিল। ওই মহিলা আদালতে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই মত্ত ছিলেন। এবং অসংলগ্ন আচরণ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাকে মদ সরবরাহ করেছিল উড়ান কর্তৃপক্ষ। ১১ গ্লাস মদ খেয়ে রীতিমতো নেশাতুর হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তখনই তাঁদের যৌন হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিমানে মা ও মেয়ের পাশের আসনেই বসেছিলেন।
মদ খাওয়ার পর তিনি উগ্র আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ। অশ্লীল অঙ্গিভঙ্গির পাশাপাশি ক্রমাগত তাঁদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। তাতে বাধা দেওয়ায় ওই মহিলা ও তাঁর মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ মত্ত ব্যক্তি করেছিলেন বলে অভিযোগ। আদালত এখন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে হেনস্থার শিকার হওয়া দুই মহিলা।