Russia-Ukraine War: ‘কিয়েভ গুঁড়িয়ে দেব’, ক্রেমলিনে ড্রোন হামলার পর হুঙ্কার রুশ স্পিকারের

Kyiv: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। এবং এক বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার পার্লামেন্টেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই ইউক্রেনের উদ্দেশে হুঙ্কার রাশিয়ার পার্লামেন্টের স্পিকারের।

Russia-Ukraine War: ‘কিয়েভ গুঁড়িয়ে দেব’, ক্রেমলিনে ড্রোন হামলার পর হুঙ্কার রুশ স্পিকারের
রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 9:47 PM

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন হত্যার চেষ্টা করেছে বলে সরব মস্কো। মস্কোয় পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ ক্রেমলিনের। যদিও সেই ড্রোন রুশ সেনা গুলি করে নামিয়েছে বলে জানানো হয়েছে রাশিয়ার তরফে। কিন্তু এই ঘটনার পর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। এবং এক বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার পার্লামেন্টেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই ইউক্রেনের উদ্দেশে হুঙ্কার রাশিয়ার পার্লামেন্টের স্পিকারের। রুশ পার্লামেন্টের স্পিকার ভাসচেলাভ ভলোদিন ইউক্রেনের রাজধানী কিয়েভ ধ্বংস করার হুমকি দিয়েছেন। এই পরিস্থিততে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ফের নতুন করা ভয়াবহ আকার ধারণ করতে পারে মত আন্তর্জাতিক মহলের।

রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভলোদিন বলেছেন, “কিয়েভে জঙ্গি কার্যকলাপকে ধ্বংস করতে সক্ষম অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে।” ইউক্রেনের রাজধানীকে গুঁড়িয়ে দেওয়ার কথাও রাশিয়ান পার্লামেন্টে বলেছেন স্পিকার। এমনকি রাশিয়ার তরফে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাসভবনে পাল্টা হামলার কথাও বলা হয়েছে।

ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে রাশিয়ার। ৯ মে রাশিয়ার বিজয় দিবসের আগে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এর পরই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে মস্কো। সেই প্রেক্ষিতেই ওই দেশের স্পিকার বলেছেন, এমন অস্ত্র ব্যবহার করা হোক, যা কিয়েভকে ধ্বংস করে দেবে। এমনকি এই হামলার পর ইউক্রেনের সঙ্গে কোনও ধরনের দর কষাকষি করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী দিনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব।