Donald Trump: এ তো ছিনিমিনি! ট্রাম্পের বাথরুম-বেডরুমে ঢুকতেই চক্ষু চড়কগাছ FBI-এর
Classified Documents Leaked: যে সমস্ত তথ্য হোয়াইট হাউসের বাইরে যাওয়াই নিষিদ্ধ, সেখানে সেই সমস্ত গোপনীয় নথি ডোনাল্ড ট্রাম্প কীভাবে তাঁর ফ্লোরিডার বাড়িতে নিয়ে গেলেন, তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওই সমস্ত নথিতে আমেরিকার পরমাণু অস্ত্র সংক্রান্ত নানা প্রোগ্রামের উল্লেখ ছিল, যা আমেরিকা ও তার বন্ধু দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলতে পারে।
ফ্লোরিডা: সন্দেহ আগেই ছিল। এবার মিলল প্রমাণও। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)-র বিরুদ্ধে গোপন নথি ফাঁস করার যে অভিযোগ ছিল, তার স্বপক্ষে প্রমাণও মিলল। শুক্রবারই ট্রাম্পের বিরুদ্ধে ৪৯ পাতার একটি চার্জশিট (Chargesheet) প্রকাশ করা হয়, যেখানে প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিরক্ষা থেকে সামরিক, নিউক্লিয়ার প্রোগ্রাম সহ একাধিক গোপনীয় নথি নিজের বাড়িতে রাখা ও তা ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। প্রমাণ স্বরূপ বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্লেরিডার মার-আ-লাগো এস্টেটের বলরুম (Ballroom) থেকে শৌচাগারে (Bathroom) বাক্সবন্দি করে রাখা ছিল ওই গোপনীয় নথিগুলি।
যে সমস্ত তথ্য হোয়াইট হাউসের বাইরে যাওয়াই নিষিদ্ধ, সেখানে সেই সমস্ত গোপনীয় নথি ডোনাল্ড ট্রাম্প কীভাবে তাঁর ফ্লোরিডার বাড়িতে নিয়ে গেলেন, তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওই সমস্ত নথিতে আমেরিকার পরমাণু অস্ত্র সংক্রান্ত নানা প্রোগ্রামের উল্লেখ ছিল, যা আমেরিকা ও তার বন্ধু দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলতে পারে।
এছাড়াও সামরিক অস্ত্র ভাণ্ডার থেকে শুরু করে আমেরিকায় কোনও হামলা হলে, তার পাল্টা জবাবে আক্রমণের পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় নথিই ট্রাম্প বাড়ি নিয়ে এসেছিলেন।
চার্জশিটে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদ খোয়ানোর পর ট্রাম্পের কোনও অধিকার ছিল না এই সমস্ত গোপনীয় নথি নিজের বাসভবনে নিয়ে যাওয়ার। বিশেষ করে মাল-আ-লাগোর ওই বাড়ি ট্রাম্প মূলত অতিথিদের নিয়ে পার্টি করার জন্য ব্যবহার করতেন। প্রায় ১০ হাজারেরও অতিথি এসেছিলেন ওই ক্লাবে, সেখানেই ছড়ানো ছিটানো ছিল ওই সমস্ত গোপনীয় নথি।
মার-আ-লাগো ক্লাব হাউসের বলরুম, বাথরুম, শাওয়ার, অফিস ঘর, স্টোরেজ রুম এমনকী বেডরুমেও কার্ডবোর্ডের বাক্সে রাখা ছিল ওই গোপন নথি।
আধিকারিকরা তদন্ত করতে গিয়ে স্টোরেজ রুম, বাথরুমের মেঝেতেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল নথি। জানা গিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসে এই গোপনীয় নথিগুলি ট্রাম্পের বাড়ির বাথরুমে নিয়ে এনে রাখা ছিল।