Ukraine-Russia Conflict: বাজছে যুদ্ধের ডঙ্কা! এবার কিয়েভে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের পরিবারকেও ইউক্রেন ছাড়ার পরামর্শ
Indian Embassy in Kyiv: যাঁদের ইউক্রেনে থাকা জরুরি নয়, তাঁদের এবং সমস্ত ভারতীয় পড়ুয়াদের আপাতত ইউক্রেন ছাড়ার কথা বলা হয়েছে। চার্টার বিমান হোক বা বাণিজ্যিক বিমান... যেটা পাবেন, সেটাতেই ইউক্রেন ছাড়ার কথা বলা হয়েছে।
কিয়েভ: যে কোনও মুহূর্তে যুদ্ধ বাধতে পারে ইউক্রেনে (Ukraine Crisis)। রাশিয়ান সেনা (Russian Army) ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছে দিল্লি। কিয়েভে ভারতীয় দূতাবাস (Indian Embassy in Kyiv) থেকে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নতুন উপদেশাবলী জারি করা হয়েছে। যাঁদের ইউক্রেনে থাকা জরুরি নয়, তাঁদের এবং সমস্ত ভারতীয় পড়ুয়াদের আপাতত ইউক্রেন ছাড়ার কথা বলা হয়েছে। চার্টার বিমান হোক বা বাণিজ্যিক বিমান… যেটা পাবেন, সেটাতেই ইউক্রেন ছাড়ার কথা বলা হয়েছে। যাঁরা সে দেশের ভারত থেকে পড়তে গিয়েছেন, তাঁদের নিজেদের কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে চার্টার বিমান সংক্রান্ত যে কোনও ধরনের আপডেটের জন্য। এর পাশাপাশি দূতাবাসের ফেসবুক, টুইটার হ্যান্ডেল ও দূতাবাসের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।
ইউক্রেনে বর্তমানে যে ভারতীয় নাগরিকরা রয়েছেন, তাঁদের যে কোনও ধরনের তথ্য এবং সহায়তার প্রয়োজন হলে তাঁরা বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। বিদেশ মন্ত্রকের থেকে ইতিমধ্যেই একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে ইউক্রেনের জন্য। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে এমন খবরও পাওয়া যাচ্ছিল যে ইউক্রেন থেকে দেশে ফেরার জন্য অনেকেই বিমানের টিকিট পাচ্ছেন না। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় যে হারে সে দেশ থেকে বেরোনোর মরিয়া চেষ্টা দেখা গিয়েছে, তার জেরেই আকাল পড়েছে টিকিটে। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফেও একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ২৪ ঘণ্টার জন্য।
এয়ার ইন্ডিয়া, যা কেন্দ্র সম্প্রতি টাটা গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে, আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে তিনটি বিশেষ বিমান পাঠাবে৷ ইউক্রেনের বৃহত্তম বোরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বিমানগুলি পাওয়া যাবে। এদিকে একাধিক সূত্র মারফত খবর, ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার কথা বলা হয়েছে।
এদিকে ইউক্রেনের উপর রাশিয়া সম্ভব্য আক্রমণ প্রতিরোধ এবং এক যুদ্ধের পরিস্থিতি ঠেকাতে ইউরোপীয় দেশগুলি কূটনৈতিক স্তরে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ১ ঘণ্টা ৪৫ মিনিট ধরে টেলিফোনে কথা হয়েছে। পশ্চিমী রাষ্ট্রনেতাদের মতে, রাশিয়া দেড় লাখ সেনা, মিসাইল ব্যাটারি ও যুদ্ধজাহাজ সাজিয়ে রেখেছে ইউক্রেনের সীমান্তে। যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া।
আরও পড়ুন : Ukraine Crisis: পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া, ফ্রান্স! পুতিনের সঙ্গে কথা বলতে চান বাইডেন