কিয়েভ: নিমেষে বদলে গিয়েছে পরিস্থিতি। বিগত এক মাস ধরেই ইউক্রেনের (Ukraine) সীমান্তে রাশিয়া (Russia) সেনা বাড়ালেও, বারংবার অস্বীকার করেছিল যে তারা ইউক্রেনকে দখল করতে চায়। কিন্তু এবার রাখঢাক না রেখেই আগ্রাসনের পথে হাঁটছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা বাহিনী সূত্রে খবর, রাশিয়ান কম্যান্ডাররা ইতিমধ্যেই ইউক্রেনে দখলদারীর পথে হাঁটার নির্দেশ পেয়েছেন। আজই হয়তো ইউক্রেন সীমান্তে আক্রমণ চালাতে পারে রাশিয়া। যদি তা হয়, তবে যুদ্ধ করা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না ইউক্রেনের কাছে। ইউক্রেনের তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও, রাশিয়া তা গ্রহণ করবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। রবিবারই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emanuel Macron) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ফের একবার পুতিনের সঙ্গে কথা বলতে চান বলে জানা গিয়েছে।
রাশিয়ার পরিকল্পনা ফাঁস করল মার্কিন গোয়েন্দা বাহিনী:
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান কম্যান্ডারদের ইউক্রেনে জোর করে প্রবেশের নির্দেশ দিয়েছে রাশিয়া। ফলে যেকোনও মুহূর্তেই ইউক্রেনের উপরে আক্রমণ করতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, আমেরিকান কম্যান্ডারদের কোনও দেশে জোর করে ঢোকার নির্দেশ দেওয়া হলে, তারা যা কিছু করবে, বর্তমানে রাশিয়ান সৈন্যবাহিনীও সেই কাজই করছে। মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন রবিবার জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা বাহিনীর সন্দেহ, রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের উপর হামলা চালানোর পরিকল্পনাই করছেন। ইতিমধ্যেই তারা কোন পথে, কোথায় আক্রমণ করবে, তার ছকও কষে ফেলা হয়েছে। সম্প্রতি সামরিক ও পারমাণবিক অস্ত্রের মহড়া যুদ্ধের জানান দেওয়ার জন্যই করা হয়েছিল।
ব্লিনকেন সিবিএস নিউজের একটি অনুষ্ঠানেও এসে বলেন, “আমরা যা দেখছি, তা একটাই বার্তা দেয় যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের উপরে আক্রমণ চালানোরই পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রুশ সেনাদের এগিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আমরা আগেই দেখেছি কীভাবে রাশিয়ান ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি সপ্তাহের শেষভাগ থেকে সংঘর্ষের জন্য উসকানি দিচ্ছিল। রবিবার সকালেই তারা বেলারুসে প্রায় ৩০ হাজার সেনা নিয়ে সামরিক মহড়া চালায়। এদিকে, গত সপ্তাহেই এই মহড়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল। রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিই ইউক্রেনে অশান্তির সৃষ্টি করছে।”
রাশিয়ার দাবি:
আমেরিকাসহ একাধিক পশ্চিমী দেশগুলি রাশিয়ার দিকে আঙুল তুললেও, পূর্বের অবস্থানেই অনড় সেই দেশ। রবিবার রাষ্ট্রপুঞ্জে ডেপুটি রাশিয়ান অ্যাম্বাসডর ডিমিট্রি পলিয়ানস্কি জানান যে, ইউক্রেনের উপর হামলা চালানোর কোনও পরিকল্পনা নেই রাশিয়ার। তিনি আরও বলেন, “আমরা মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা বাহিনীকে বিশ্বাস করি না। একাধিক ক্ষেত্রে এরা গোটা বিশ্বকে মাথা হেঁট করিয়েছে। ইরাকে যে ধ্বংসলীলা ও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা মনে করাই যথেষ্ট।”