Car Accident: দুরন্ত গতিতে ছুটছে টেসলার গাড়ি, উড়িয়ে দিল পথ চলতি সাইকেল আরোহীকে, দেখুন ভিডিয়ো
Elon Musk: রবিবার ইলন মাস্কের গাড়ি নির্মাতা কোম্পানি সংবাদ সংস্থা রয়টার্সকে এই ঘটনা প্রসঙ্গে বলেন, "এই দুর্ঘটনার পিছনে থাকা কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। চালকের কোনও ত্রুটি রয়েছে না কি প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।"
বেজিং: মার্কিন বিদ্যুতচালিত গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা রবিবার চিনা পুলিশকে জানিয়েছে, তাদের ওয়াই মডেলের গাড়ি দুর্ঘটনায় তদন্তে তারা সবধরনের সহযোগিতা করবে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
who could’ve thought that tesla would take this video down? totally not me! https://t.co/JtD1Ps5feb pic.twitter.com/mRm7NamVba
— wukko ? (@uwukko) November 13, 2022
৫ নভেম্বর গুয়াংদংয়ের দক্ষিণ প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। গাড়ি দুর্ঘটনায় একজন মোটরবাইক আরোহী এবং হাইস্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। জিমু নিউজ ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে।
রবিবার ইলন মাস্কের গাড়ি নির্মাতা কোম্পানি সংবাদ সংস্থা রয়টার্সকে এই ঘটনা প্রসঙ্গে বলেন, “এই দুর্ঘটনার পিছনে থাকা কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। চালকের কোনও ত্রুটি রয়েছে না কি প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”
টেসলার গাড়ি বিক্রির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে টেসলা। সেখানকার সোশ্যাল মিডিয়া উইবোতে গোটা রবিবার এই গাড়ি দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় ট্রাফিক পুলিশকে উদ্ধৃত করে জিমু নিউজ জানিয়েছে, এই দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি।
এই দুর্ঘটনা নিয়ে টেসলা জানিয়েছে, দুর্ঘটনার ভিডিয়ো থেকে জানা গিয়েছে, দুর্দান্ত গতিতে ছুটে যাওয়া গাড়িটির ব্রেক লাইট জ্বলছিল না। এর আগেও চিনে টেসলার গাড়িতে ব্রেক ফেলের ঘটনা ঘটেছিল।