Canada Students Killed: ইউক্রেনের পর কানাডা, মারাত্মক পরিণতি ৫ ভারতীয় ছাত্রের

Indian Students Killed: ওন্টারিও প্রভিনশিয়াল পুলিশ জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ন ৫ জন ভারতীয় ছাত্র। এবং দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ২ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Canada Students Killed: ইউক্রেনের পর কানাডা, মারাত্মক পরিণতি ৫ ভারতীয় ছাত্রের
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 5:52 PM

নয়া দিল্লি: যে কোনও সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আগে থেকেই দুর্ঘটনার ইঙ্গিত পাওয়া গেলে হয়ত বাড়তি সতর্কতা নেওয়া যেত, কিন্তু সেটা কোনওভাবেই সম্ভব নয়। শনিবার তারই খেসারত দিতে হত পাঁচ ভারতীয় ছাত্রকে। কানাডার ওন্টারিও প্রদেশের হাইওয়েতে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় (Road Accident in Canada) প্রাণ হারাল ৫ ভারতীয় ছাত্র। গাড়িতে ওঠার আগে তার হয়ত কল্পনা করতে পারেননি, যে কিছুক্ষণের মধ্যেই তাদের এই মর্মান্তিক পরিণতি হতে চলেছে। জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ ওই ৫ ছাত্র একটি প্যাসেঞ্জার ভ্যানে চেপে ৪০১ নম্বর হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই একটি ট্র্যাক্টরের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওন্টারিও প্রভিনশিয়াল পুলিশ জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ন ৫ জন ভারতীয় ছাত্র। এবং দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ২ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কানাডার সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনায় মৃত ছাত্রদের সকলের বয়সই ২৫ বছরের কম। ভয়াবহ দুর্ঘটনায় হরপ্রীত সিং (২৪), জসপিন্দর সিং (২১), করণপাল সিং (২২), মোহিত চৌহান (২৩) এবং পবন কুমার (২৩) মারা গিয়েছেন। তাঁরা সকলেই পড়াশুনার জন্য মন্টরিয়েল বা গ্রেটার টরন্টো এলাকায় থাকতেন। দুর্ঘটনাস্থলে প্রত্যেককেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, হরপ্রীত সিং গাড়ি চালাচ্ছিলেন।

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, “১২ মার্চ ২০২২, শনিবার ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ ওন্টারিও প্রাদেশিক পুলিশের কুইন্ট ওয়েস্ট ডিটাচমেন্টের কাছে ৪০১ নম্বর হাইওয়েতে আইকেন্স রোড এবং সেন্ট হিলেয়ার রোড একটি গাড়ি দুর্ঘটনার খবর এসেছিল। এই দুর্ঘটনার তদন্ত চলছে। কোনও তথ্য পেলে তা জানিয়ে দেওয়া হবে। এখনও কোনও মামলা রুজু করা হয়নি।” ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ৫ ভারতীয় ছাত্রের মৃত্যতে তিনি টুইট করে দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন  Russia-Ukraine Conflict: ক্যানসারে আক্রান্ত পুতিন, ভুলে যাচ্ছেন বারে বারে, তার জন্যই কি যুদ্ধ? চাঞ্চল্যকর দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমের