France Riot: চলছে গুলি, জ্বলছে বাড়ি-গাড়ি, গ্রেফতার ৪৭১! ৪৫ হাজার পুলিশও হিমশিম খাচ্ছে ফ্রান্সে দাঙ্গা সামাল দিতে

France Riot: পুলিশের দাবি, নাহেল গাড়ি দিয়ে ওই ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল।  যদিও সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে, তাতে পুলিশকর্মীকেই আগে থেকে বন্দুক তাক করতে দেখা যায়। ওই ঘটনার পর থেকেই অশান্তি ছড়িয়েছে। 

France Riot: চলছে গুলি, জ্বলছে বাড়ি-গাড়ি, গ্রেফতার ৪৭১! ৪৫ হাজার পুলিশও হিমশিম খাচ্ছে ফ্রান্সে দাঙ্গা সামাল দিতে
ফ্রান্সে জ্বলছে আগুন।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 10:56 AM

প্যারিস: পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু। তারপর থেকেই অশান্তির আগুনে উত্তপ্ত ফ্রান্স (France)। বিগত চারদিন ধরে গোটা ফ্রান্স জুড়ে দফায় দফায় অশান্তি, সংঘর্ষ, গোলাগুলি চলছে (France Riot)। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার ফ্রান্স সরকারের তরফে আরও ৪৫ হাজার অফিসার নিয়োগ করা হয়। রাস্তায় নামানো হয়েছে লাইট আর্মর্ড ভেহিকেল বা সাঁজোয়া গাড়ি নামানো হয়েছে। সমস্ত সিগন্যালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার প্যারিসের একটি ট্রাফিক সিগন্যালে নাহেল নামক ১৭ বছর বয়সী এক কিশোরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ট্রাফিক পুলিশ। অভিযোগ, ট্রাফিক সিগন্যালে নাহেল গাড়ি নিয়ে দাঁড়াতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁর দিকে বন্দুক তাক করেন। ওই কিশোর ওখান থেকে পালানোর চেষ্টা করতেই পুলিশ গুলি চালায়। বুকে গুলি লাগে নাহেলের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। আজ, শনিবার ওই কিশোরের শেষকৃত্য অনুষ্ঠান রয়েছে।

পুলিশের দাবি, নাহেল গাড়ি দিয়ে ওই ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল।  যদিও সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে, তাতে পুলিশকর্মীকেই আগে থেকে বন্দুক তাক করতে দেখা যায়। ওই ঘটনার পর থেকেই অশান্তি ছড়িয়েছে।

এদিকে, দেশে অশান্তির খবর পেয়েই ইউরোপিয়ান ইউনিয়নের সামিট ছেড়ে চলে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যান্যুয়েল ম্যাক্রঁ। পরিস্থিতি সামাল দিতে তিনি জরুরি বৈঠকেও বসেন। যাতে আরও অশান্তি না ছড়ায়, তার জন্য এখনই কঠোর কোনও পদক্ষেপ করতে চান না বলেই জানিয়েছেন ম্যাক্রঁ।

ফ্রান্সের অশান্তিতে এখনও অবধি ৪৯২টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজারেরও বেশি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ৩৮৮০টিরও বেশি জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। এখনও অবধি ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে হিংসা ছড়ানোর অভিযোগে।