NASA Mars: ৬৩ দিন পর ‘সাড়া’ এল মঙ্গল থেকে, স্বস্তি ফিরল NASA-য়
NASA Mars: গত এপ্রিল মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় থাকা নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিউ ইয়র্ক: দিনের পর দিন কোনও যোগাযোগ করতে পারেনি নাসা। অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় ছিল না গবেষকদের কাছে। অবশেষে মিলল খবর। মহাকাশযানের খোঁজ পেয়ে মিলেছে স্বস্তি। ৬৩ দিন পর খোঁজ পাওয়া গিয়েছে। মঙ্গল গ্রহের পরিবেশ পর্যবেক্ষণ করতেই এই ‘ইনজেনুইটি মার্স হেলিকপ্টার’ পাঠানো হয়েছিল ২০২১ সালে। সঙ্গে ছিল প্রিজারভেন্স রোভার। সেই মার্স হেলিকপ্টারের খোঁজ পাওয়ার পর এই অভিযানের সাফল্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
এই ইনজেনুইটি নাসা-র অনেক অভিযানের সাক্ষী। একাধিকবার রোবট পাঠানোর জন্য কাজে লাগানো হয়েছে এই যানকে। জানা গিয়েছে, গত এপ্রিল মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় থাকা নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার ৩০ জুন যোগাযোগ করা সম্ভব হয়েছে আবার। জানা গিয়েছে, ইনজেনুইটি ও প্রিজারভেন্স রোভারের মধ্যে একটি পাহাড়ের বাধা এসে গিয়েছিল। সে কারণেই সম্ভবত বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ।
নাসা-র তরফে জানানো হয়েছে ইনজেনুইটি-তে এমন ব্যবস্থা আছে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও পুনরায় যোগাযোগ করা যায়। তবে এতদিন যোগাযোগ না থাকায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল গবেষকদের।
গবেষকরা জানতে পেরেছেন হেলিকপ্টারটি সুস্থই আছে। পরবর্তীতে খতিয়ে দেখা হবে, তাতে আর কোনও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে কি না। এভাবে এতদিন সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনা বিরল বলেও জানিয়েছে নাসা। তবে যান্ত্রিক ত্রুটি মিলেছে আগেও। নাসার অন্যতম চিফ ইঞ্জিনিয়ার ট্রাভিস ব্রাউন জানিয়েছেন, এর আগে মঙ্গলের এক নদীতে হারিয়ে গিয়েছিল ইনজেনুইটি। সেই সময় ৬ দিন কোনও সংযোগ ছিল না।