Arrest Near Obama’s house: ওবামার বাসভবনের কাছ থেকে আটক যুবক, গাড়ি ভর্তি ছিল অস্ত্রে
Arrest Near Obama's house: এর আগে সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। লাইভস্ট্রিম করে বিভিন্ন ব্যক্তিদের নিশানা করার কথা বলেছিলেন তিনি।
ওয়াশিংটন: অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবনের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থকেরা ২০২১ সালে ক্যাপিটোলে বিক্ষোভ দেখিয়েছিলেন, তাঁদের মধ্যেই ছিলেন টেলর টরন্টো নামে এই যুবক। সিয়াটেলে ওবামার বাসভবনের কাছ থেকে বৃহস্পতিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ওবামার সিক্রেট সার্ভিসের গোয়েন্দারাই প্রথম ওই ব্যক্তিকে লক্ষ্য করেন। ওবামার বাড়ির দিকে তাঁকে যেতে দেখা যায় বলে অভিযোগ। এরপর তাঁর পিছু নিতে শুরু করেন গোয়েন্দারা। ওবামার বাসভবনে পৌঁছনোর আগেই তাঁকে আটক করা হয়। পরে দেখা যায় অদূরেই দাঁড়িয়ে রয়েছে টেলর টরন্টোর একটি গাড়ি। তাতে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। আধিকারিকদের দাবি, যা উপকরণ ছিল, তা দিয়ে বড় বিস্ফোরক বানানো যেতে পারত।
এর আগে সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। লাইভস্ট্রিম করে বিভিন্ন ব্যক্তিদের নিশানা করার কথা বলেছিলেন তিনি। আর ক্যাপিটোলে বিক্ষোভ দেখানোর অভিযোগ আগেই ছিল তাঁর বিরুদ্ধে।
গোয়েন্দারা আরও জানিয়েছেন, ওবামার বাসভবনের কাছে টেলরের উপস্থিতি কোনও আকস্মিক ঘটনা নয়। ওই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল তাঁকে। মাঝেমধ্যেই ডিসি জেলের কাছ দিয়েও দেখা যেত তাঁকে। আর ওই জেলেই বন্দি রয়েছেন ক্যাপিটোল দাঙ্গার একাধিক অভিযুক্ত। তবে ঘটনার সময় বারাক ওবানা ও তাঁর পরিবার ওই বাসভবনে ছিল কি না, তা জানা যায়নি।
ক্যাপিটোল দাঙ্গায় টরন্টোর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ ছিল, তা স্পষ্ট নয়। তবে ওই ঘটনায় এক হাজারের বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তার মধ্যে ৬০০ জনকে দোষী সাব্যস্ত করা হয়। ৫০০-র বেশি অভিযুক্তের সাজাও হয়েছে।