Video: ‘আমাকে এখান থেকে বের করুন…’, ‘বন্দি’ ইজরায়েলিদের প্রথম ভিডিয়ো প্রকাশ করল হামাস
Israeli hostage: হামাস বাহিনী যেভাবে ইজরায়েলি নাগরিকদের অপহরণ করে হত্যা করছে, তার নিন্দা করে আইডিএফ হামাসকে 'ঘাতক সন্ত্রাসী সংগঠন' বলে উল্লেখ করেছে। মিয়া শেমের ভিডিয়োটির মাধ্যমে সাধারণ নাগরিকের উপর হামাস বাহিনীর হামলার ঘটনাটি একপ্রকার স্পষ্ট। গাজায় তাদের হাতে ২০০ জন ইজরায়েলি নাগরিক বন্দি রয়েছে বলে দাবি জানিয়েছে হামাস।
গাজা: ইজরায়েলি শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে হামাস বাহিনী। দিন কয়েক আগেই সেই ভয়াবহ ভিডিয়ো প্রকাশ করেছিল ইজরায়েল সরকার। এবার হামাসের (Hamas) হাতে বন্দি এক ইজরায়েলি (Israeeli) তরুণীর ভিডিয়ো প্রকাশ্যে এল। হামাসের তরফেই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ওই ভিডিয়োতে হামাসের হাত থেকে মুক্তি করার কাতর আবেদন জানাচ্ছেন তরুণী। হামাস বাহিনীর হামলায় ইজরায়েলের প্রান্তিক শহর, সেদরথ, শোহমের বাসিন্দাদের যে কী মর্মান্তিক অবস্থা, তা এই তরুণীর কাতর আবেদনেই স্পষ্ট।
হামাসের হাতে বন্দি ২১ বছরের ওই তরুণীর নাম মিয়া শেম। শোহমের বাসিন্দা মিয়া শেম গত ৭ অক্টোবর এক সঙ্গীতানুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে প্রায় শ’খানেক মানুষ জমায়েত হয়েছিল। হঠাৎ করেই সেখানে হামলা চালায় হামাস বাহিনী। তারপর ওই সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত প্রায় সকলকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস বাহিনী। বর্তমানে একটি হাত ভেঙে গিয়েছে শেমের। তাঁর মতো অনেকেই আহত হয়েছেন। বর্তমানে গাজাতেই এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শেম।
ভাঙা হাত নিয়ে হাসপাতালের বেডে শেমের শুয়ে থাকার একটি ভিডিয়ো প্রকাশ করেছে হামাস বাহিনী। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে, বাড়ি ফেরার কাতর আবেদন জানাচ্ছেন শেম। ইজরায়েল সরকারের প্রতি আবেদন জানিয়ে তিনি বলছেন, “দয়া করে যত দ্রুত সম্ভব আমাদের বের করে নিয়ে যান।”
⚡️Hamas has published a video of their troops “providing medical care to a female prisoner in Gaza, who was captured on the first day of the war” pic.twitter.com/TNW2REHkgp
— War Monitor (@WarMonitors) October 16, 2023
শেমকে যে হামাস বাহিনী অপহরণ করেছে, সেটা ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী, IDF নিশ্চিত করেছে। হামাস বাহিনী যেভাবে ইজরায়েলি নাগরিকদের অপহরণ করে হত্যা করছে, তার নিন্দা করে আইডিএফ হামাসকে ‘ঘাতক সন্ত্রাসী সংগঠন’ বলে উল্লেখ করেছে। মিয়া শেমের ভিডিয়োটির মাধ্যমে সাধারণ নাগরিকের উপর হামাস বাহিনীর হামলার ঘটনাটি একপ্রকার স্পষ্ট। হামাস কেন এই ভিডিয়োটি প্রকাশ্যে এনেছে তা স্পষ্ট নয়। তবে গাজায় তাদের হাতে ২০০ জন ইজরায়েলি নাগরিক বন্দি রয়েছে বলে দাবি জানিয়েছে হামাস।