বেনজির ভুট্টো - যে কোম্পানি বাগে লিয়াকত আলি খানকে হত্যা করা হয়েছিল, পরে সেটির নামকরণ করা হয়েছিল লিয়াকত বাগ। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর, এখানেই হত্যা করা হয়েছিল আরেক পাকিস্তানি প্রধানমন্ত্রী তথা ভুট্টো পরিবারের আরেক সদস্য, বেনজির ভুট্টোকে। তার আগে ওই বছরই করাচিতেও একটি বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বেনজির। ওই ঘটনায় ১৮০ জনের মৃত্যু হয়েছিল। ২০০৭-এ আট বছর পর দেশে ফিরে পাকিস্তানের দুইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী, তৃতীয়বার শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ পর্যন্ত, ভুট্টোকে হত্যার নির্দেশ কে দিয়েছিল, সেই বিষয়টি অস্পষ্ট। অনেকেই এর পিছনে তালিবানদের হাত ছিল বলে মনে করেন। প্রায় এক দশক পর, জেনারেল পারভেজ মোশারফ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর প্রশাসনের কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।