Robot Suicide: অতিরিক্ত কাজের চাপ, আত্মহত্যা করল রোবট!
South Korea: রোবট সুপারভাইসর নামক ওই যন্ত্রমানবকে গত বৃহস্পতিবার কাউন্সিল বিল্ডিংয়ের সিড়ির মাঝে পড়ে থাকতে দেখা যায়। একই জায়গায় বারবার গোল চক্কর খাচ্ছিল ওই রোবট। এই আচরণ দেখেই সন্দেহ হয়।
সিওল: কাজের চাপ অসহ্য। অনেক সময়ই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন কর্মচারীরা। শেষ করে দেন নিজের জীবন। কিন্তু রোবট আত্মহত্যা করছে, এমন কখনও শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও, সত্যিই তাই হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যা করেছে এক রোবট!
দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে সিভিল সার্ভেন্ট অর্থাৎ সরকারি কর্মী হিসাবে কাজ করত ওই রোবট। কিন্তু অতিরিক্ত কাজের চাপে আত্মহত্য়া করে সে। গত সপ্তাহের বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ায় এই প্রথম রোবটের আত্মহত্যা বলে গণ্য করা হচ্ছে এই ঘটনাকে।
কী ঘটেছে?
রোবট সুপারভাইসর নামক ওই যন্ত্রমানবকে গত বৃহস্পতিবার কাউন্সিল বিল্ডিংয়ের সিড়ির মাঝে পড়ে থাকতে দেখা যায়। একই জায়গায় বারবার গোল চক্কর খাচ্ছিল ওই রোবট। এই আচরণ দেখেই সন্দেহ হয়। কীভাবে ওই রোবট পড়ে গেল, তা এখনও জানা যায়নি। তবে সিটি কাউন্সিলের আধিকারিকদের কথায়, অতিরিক্ত কাজের চাপেই আত্মহত্যা করেছে রোবট।
কাগজ ডেলিভারি থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সমস্ত তথ্য জানানো- যাবতীয় কাজই করত ওই রোবট। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাজ করত ওই রোবট। এমনকী, লিফট ব্যবহার করে বিভিন্ন ফ্লোরে ওঠানামাও করত। ক্যালিফোর্নিয়ার বিয়ার রোবটিক্স নামক একটি সংস্থা এই রোবট তৈরি করেছিল।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় রোবটের ব্যবহার বহুল। প্রতি ১০ জন কর্মীর জন্য় একজন করে রোবট বরাদ্দ থাকে।