NY Time Square: রাম-জ্বরে কাঁপছে মার্কিন মুলুকও, টাইম স্কোয়ার মুখরিত হল ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে
Ayodhya Ram Mandir: নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের জায়ান্ট স্ক্রিনে রাম মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখানো হবে। রাম মন্দিরের উদ্বোধনের আগেও রাম ধ্বনিতে মুখর হল টাইম স্কোয়ার। রবিবার রাতে বিশাল সংখ্যক ভারতীয় ভিড় জমান টাইম স্কোয়ারে। তাদের হাতে ছিল শ্রী রামের পতাকা।
নিউ ইয়র্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধীর অপেক্ষায় বসে রয়েছে গোটা দেশবাসী। তবে এই ‘রাম-জ্বর’ দেশের অন্দরেই সীমাবদ্ধ নেই, বিদেশের মাটিতেও উঠল রামনামের ধ্বনি। নিউইয়র্কের টাইম স্কোয়ারে দেখা গেল শ্রী রামের ছবি। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলেন অনাবাসী ভারতীয়রা।
অযোধ্য়ায় মহোৎসব। গোটা দেশের নজর রাম মন্দিরের উদ্বোধনের দিকে। সকাল থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। যারা যেতে পারছেন না, তারা টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। বিভিন্ন রাজ্যেই বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সেখানেও সরাসরি সম্প্রচার দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুুষ্ঠানের।
Ayodhya at #TimeSquare
Ek hi nara ek hi naam.. Jai Shree Ram 🚩#jaishreeeram pic.twitter.com/CmlFs4DgKp
— Akanksha Shandilya (@Youngndharmic) January 22, 2024
শুধু দেশই নয়, দেশের বাইরেও রাম মন্দির ঘিরে উন্মাদনা কম নয়। আগেই জানা গিয়েছিল, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের জায়ান্ট স্ক্রিনে রাম মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখানো হবে। রাম মন্দিরের উদ্বোধনের আগেও রাম ধ্বনিতে মুখর হল টাইম স্কোয়ার। রবিবার রাতে বিশাল সংখ্যক ভারতীয় ভিড় জমান টাইম স্কোয়ারে। তাদের হাতে ছিল শ্রী রামের পতাকা। ঢোল বাজিয়ে, জয় শ্রী রাম ধ্বনি দিয়ে রামকে স্বাগত জানান তাঁরা। টাইম স্কোয়ারের জায়ান্ট স্ক্রিনেও দেখা যায় শ্রী রামের ছবি।
US🇺🇸 Bharat🇮🇳
Time Square 🔲, NewYork City
Jai Jai Shree Ram 🙏 pic.twitter.com/Hjjb1a4VF6
— Izlamic Terrorist (@raviagrawal3) January 22, 2024