Indian student death: টেমস নদী থেকে উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ
Indian student death in London: মিতকুমারের দেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও কে বা কারা, কেন এই ভারতীয় পড়ুয়াকে খুন করবে তা স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।
লন্ডন: বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে টেমস নদী থেকে উদ্ধার হল ভারতীয় ছাত্র মিতকুমার প্যাটেল (২৩)-এর দেহ। লন্ডনে (London) পড়াশোনা করতে গিয়েছিলেন মিতকুমার। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।
লন্ডন পুলিশ সূত্রে খবর, মাস দুয়েক আগেই উচ্চশিক্ষার জন্য লন্ডমে আসেন মিতকুমার প্যাটেল। এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। গত ১৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর এক আত্মীয় নিখোঁজ ডায়ারি করেন। তারপর গত ২১ নভেম্বর টেমস নদী থেকে মিতকুমারের দেহ উদ্ধার হয়। পুলিশ আরও জানিয়েছে, নদীতে ওই ভারতীয় ছাত্রের দেহ ভেসে থাকতে দেখেন এক পথচারী। তিনিই পুলিশ খবর দেন।
স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের শেফিল্ড হলম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন মিতকুমার প্যাটেল। গত ২০ নভেম্বর তাঁর শেফিল্ড যাওয়ার কথা ছিল। পাশাপাশি অ্যামাজন সংস্থায় পার্টটাইম চাকরিও পেয়েছিলেন মিতকুমার। গত ১৭ নভেম্বর বিকালে আত্মীয়ের বাড়ি থেকে এলাকায় তিনি হাঁটতে বেরিয়েছিলেন। তারপর আর ফেরেননি। দীর্ঘক্ষণ মিতকুমার বাড়িতে না ফেরায় তাঁর আত্মীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। চারদিন পর গত ২১ নভেম্বর পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফ এলাকায় টেমস নদী থেকে মিতকুমারের দেহ উদ্ধার করে পুলিশ।
মিতকুমারের দেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও কে বা কারা, কেন এই ভারতীয় পড়ুয়াকে খুন করবে তা স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।