Iran’s Khamenei: ‘ঠেকানো কঠিন হবে মুসলিমদের…’, ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের

Iran's Khamenei: আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গাজায় ইজরায়েলের মোকাবিলা করতে প্রস্তুত আরব দুনিয়া। তাদের থামাতে পারবে, কোনও দেশেরই এমন প্রত্যাশা করা উচিত নয়। এই প্রতিরোধ গোষ্ঠীর ধৈর্য্য শেষ হলে, কোনও শক্তিই তাদের থামাতে পারবে না।

Iran's Khamenei: 'ঠেকানো কঠিন হবে মুসলিমদের...', ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের
নেতানিয়াহুকে চরম হুঁশিয়ারি খামেনেইয়েরImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 7:45 PM

তেহরান: মঙ্গলবার (১৭ অক্টোবর), ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ ১০ দিনে পড়ল। এরই মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খোলাখুলি হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। প্রতিশোধের ইঙ্গিত দিয়ে এদিন তিনি বলেছেন, ইজরায়েলের অবিলম্বে যুদ্ধ বন্ধ না করলে, গোটা বিশ্বের মুসলিম ও প্রতিরোধ শক্তি জেগে উঠবে। তাদের তখন আর কেউ থামাতে পারবে না। গাজায় আকাশপথে বোমা হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। খামেনেই বলেছেন, ইসরায়েল যদি অবিলম্বে গাজায় হামলা বন্ধ না করে, তাহলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। আর তাদের কীভাবে জবাব দিতে হবে, তাও তাঁর জানা আছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলা হয় আয়াতুল্লা আলি খামেনেইকে। তিনি ইরান সরকারের কোনও পদে নেই। কিন্তু, ইরানে তাঁর কথাই শেষ কথা। প্রেসিডেন্টকেও তাঁর কথা মতোই চলতে হয়। ইরানের সরকারি টিভি চ্যানেলে এদিন খামেনেই বলেছেন, ইজরায়েলের ইহুদিপন্থী শাসকদের অপরাধ চলতে থাকলে, মুসলিম দুনিয়া ও প্রতিরোধ বাহিনী ধৈর্য হারাবে। তখন আর কেউ তাদের থামাতে পারবে না। ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের দিকে সতর্ক নজর রয়েছে গোটা দুনিয়ার। হামাস গোষ্ঠীর নেপথ্য শক্তি হল ইরান। এই যুদ্ধে তেহরান অংশ নিলে, তা আর গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং, আরব দুনিয়া এবং তার বাইরে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দুনিয়ার বেশ কয়েকটি দেশ ইসরাইল-হামাস যুদ্ধ থেকে দূরে থাকার জন্য ইরানকে সতর্ক করেছে।

এই বিষয়ে আয়াতুল্লাহ খামেনেই বলেছেন, গাজায় ইজরায়েলের মোকাবিলা করতে প্রস্তুত ইরান-সহ গোটা আরব ব্লক। তাদেরকে আটকানোর প্রত্যাশা রাখা উচিত নয় কোনও দেশেরই। এই ব্লক ধৈর্য্য হারালে কোনও শক্তিই তাদের থামাতে পারবে না। বাকি বিশ্বের এই বাস্তবচিত্রটা বোঝা উচিত।