Israel-Hamas War: গাজায় ৫ দিনের যুদ্ধবিরতি? কী বলছে আমেরিকা?
Israel-Hamas War: মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছে, গাজায় অন্তত ৫ দিনের যুদ্ধবিরতি হবে। আর প্রতিদিন অন্তত ৫০ জন পণবন্দিকে মুক্ত করা হবে। গত অক্টোবর মাস থেকে বন্দি হয়ে রয়েছেন তাঁরা।
গাজা: গত ৭ অক্টোবর যাঁদের পণবন্দি করে রাখা হয়েছিল, তাঁদের কবে মুক্ত করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছে ইজরায়েল ও আমেরিকা। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়, আমেরিকার সঙ্গে হামাস একটি বোঝাপড়ায় আসতে চলেছে। ৫ দিনের যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও বলা হয়েছিল ওই রিপোর্টে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিচ্ছে আমেরিকা।
মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছে, গাজায় অন্তত ৫ দিনের যুদ্ধবিরতি হবে। আর প্রতিদিন অন্তত ৫০ জন পণবন্দিকে মুক্ত করা হবে।
উল্লেখ্য, গত অক্টোবরে ইজরায়েলে হামলা চালানোর পর অন্তত ২৪০ জনকে পণবন্দি করে রাখে হামাস। হামাসকে পাল্টা জবাব দিতে সময় নেয়নি ইজরায়েল। তবে, সেই পণবন্দিদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পণবন্দিদের নিয়ে হামাসের সঙ্গে কোনও চুক্তি হয়নি। তবে পণবন্দিদের যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা জারি আছে বলে উল্লেখ করেছেন তিনি। হোয়াইট হাউসের তরফ থেকেও জানানো হয়েছে, চুক্তি হয়নি। সবরকমের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছে আমেরিকাও।