Israel-Gaza Conflict: ৩ ঘণ্টা শেষ, গাজাকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত ইজরায়েলি সেনা, সবুজ সঙ্কেত মিললেই…
Israel Hamas war: রবিবারই ইজরায়েলের তরফে উত্তর গাজার ১১ লক্ষ বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। কীভাবে উত্তর থেকে দক্ষিণ গাজায় পৌঁছবেন নাগরিকরা, তার সুরক্ষিত রুটও বলে দেওয়া হয়।
গাজা: তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় পার হয়ে গিয়েছে। এবার অপেক্ষা সবুজ সঙ্কেতের। তাহলেই গাজার (Gaza) উপরে হামলা চালাবে ইজরায়েলি সেনা (Israel Army)। রাজনৈতিক নেতারা সম্মতি দিলেই স্থল-জল ও আকাশপথে একযোগে হামলা চালাবে ইজরায়েল সেনা। যুদ্ধে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকাও। অন্যদিকে, উত্তেজনা বাড়ছে লেবানন সীমান্তেও। সেখানেও সংঘর্ষ শুরু হয়েছে ইজরায়েলি সেনার সঙ্গে। একাধিক দেশের এই সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রবিবারই ইজরায়েলের তরফে উত্তর গাজার ১১ লক্ষ বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। কীভাবে উত্তর থেকে দক্ষিণ গাজায় পৌঁছবেন নাগরিকরা, তার সুরক্ষিত রুটও বলে দেওয়া হয়। তড়িঘড়ি এলাকা ছাড়তে থাকেন গাজাবাসীরা।
সেখানেও পথের ‘কাঁটা’ হয়ে দাঁড়ায় হামাস বাহিনী। অভিযোগ, ইজরায়েলের নির্দিষ্ট করে দেওয়া সুরক্ষিত রুটেই হামলা করছে হামাস। বোমাবর্ষণ চলছে লাগাতার। গাড়ির চাবি কেড়ে নেওয়া হচ্ছে, যাতে গাজা ছেড়ে যেতে না পারেন বাসিন্দারা।
এদিকে, আর অপেক্ষা করতে রাজি নয় ইজরায়েলি সেনা বা আইডিএফ। মিলিটারির মুখপাত্র লেফটেন্যান্ট রিচার্ড হেচট ও ড্যানিয়েল হাগারি জানান, গাজায় অভিযান চালাতে প্রস্তুত সেনা। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমানে। সবুজ সঙ্কেত মিললেই সর্বশক্তি দিয়ে গাজায় হামাসের উপরে হামলা চালানো হবে।
সূত্রের খবর, গাজায় যাতে হামলা না চালানো হয়, তার জন্য় রাষ্ট্রপুঞ্জ ও সদস্য় একাধিক দেশ ইজরায়েলের উপরে চাপ সৃষ্টি করছে। অন্তত গাজা ছেড়ে সমস্ত নাগরিক চলে না যাওয়া অবধি যেন হামলা বন্ধ রাখা হয়, এমনটাই দাবি জানানো হয়েছে। একইসঙ্গে হামাসের হাতে বন্দি ১৫০ নাগরিকের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ইজরায়েল সেনার তরফে সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার বার্তা দেওয়া হলেও, ‘সেফ প্যাসেজ’ বন্ধ করে দেওয়া হবে কি না, সে সম্পর্কে কিছু বলা হয়নি।
বর্তমানে গাজা সীমান্তে মিসাইল, ট্যাঙ্কার, সাঁজোয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইজরায়েলি সেনা। জল ও আকাশপথে হামলা চালানোর জন্যও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ইজরায়েলের শীর্ষকর্তারা সবুজ সঙ্কেত দিলেই মুহূর্মুহূ গোলাবর্ষণ করা হবে গাজা স্ট্রিপ ও তার আশেপাশের এলাকার উপরে।