Omicron Variant: বাড়ছে ওমিক্রন আতঙ্ক, করোনা টিকার চতুর্থ ডোজ় দেবে ইজরায়েল
Omicron Variant: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলে অন্তর্গত ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন সংক্রমণ। ডেনমার্ক, পর্তুগাল, ব্রিটেন সহ একাধিক জায়গায় ওমিক্রনই ডমিন্যান্ট ভ্যারিয়েন্টের আকার ধারণ করেছে।
ইজরায়েল : ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে চিন্তা বাড়ছে বিশ্বের একাধিক দেশে। করোনার নয়া ভ্যারিয়েন্টের ধাক্কায় ফের কাবু হয়েছে ব্রিটেন। এরই মধ্যে একাধিক দেশে বুস্টার ডো়জ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এবার ইজরায়েলে দেওয়া হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ়। মঙ্গলবার এ কথা ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী লাফতালি বেনেট। জানানো হয়েছে, ৬০ বছরের বেশি বয়সিদের, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের এই টিকা দেওয়া হবে।
ওমিক্রন রুখতে ইজরায়েলে একাধিক পদক্ষেপ করেছে সরকার। বিদেশ যাত্রীদের জন্য বিধি নিষেধ জারি করা হয়েছে। পাশাপাশি, কোনও কোনও জায়গায় লকডাউনও করা হয়েছে। এরই মধ্যেই নতুন করে টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন সে দেশের বিশেষজ্ঞরা। এই প্রথমবার কোনও দেশ করোনা টিকার চতুর্থ ডোজ় দিচ্ছে। টুইটারে সেই ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ইজরায়েলের এই উদ্যোগ অনুসরণ করবে অন্যান্য দেশও।
করোনা টিকার তৃতীয় ডোজ় বিশ্বের যে সব দেশে দেওয়া হচ্ছে, ইজরায়েল তার মধ্যে প্রথম। সে দেশের স্বাস্থ্য় মন্ত্রক জানিয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা সংক্রমণের সম্ভাবনা বেশি, তাদের এই চতুর্থ ডোজ় দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। এ ছাড়া একাধিক দেশ থেকে আসা যাত্রীদের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমেরিকাও। সেই তালিকায় রয়েছে বেলজিয়াম, কানাডা, জার্মানি, পর্তুগাল সহ একাধিক দেশ।
ইউরোপের ৩৮টি দেশে ওমিক্রন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলে অন্তর্গত ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন সংক্রমণ। ডেনমার্ক, পর্তুগাল, ব্রিটেন সহ একাধিক জায়গায় ওমিক্রনই ডমিন্যান্ট ভ্যারিয়েন্টের আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুগ জানিয়েছেন, “সংক্রমণের আরেকটা ঝড় আসছে, তা আমরা দেখতেই পাচ্ছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই অঞ্চলের অন্তর্ভুক্ত বাকি দেশগুলিতেও ডমিন্যান্ট ভ্যারিয়েন্টের আকার ধারণ করবে ওমিক্রন। ইতিমধ্যেই স্বাস্থ্য ব্যবস্থাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে ওই নতুন সংক্রমণ।”
ভারতেও কি দেওয়া হবে বুস্টার ডোজ়ে?
ভারতে এখনও বুস্টার ডোজ়ের প্রয়োজনীয়তা আছে কি না, তা জানানো হয়নি। করোনার বুস্টার ডোজ় (Booster Dose) নিয়ে এখনও নিশ্চিত নন ভারতের বিশেষজ্ঞরা। বুস্টার ডোজ় দিলেই যে করোনার সঙ্গে যুদ্ধ করা সহজ হবে, এমন প্রমাণ নেই বলেই জানিয়েছেন একাধিক গবেষক। কেন্দ্রের তরফে থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে, বুস্টার ডোজ় দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই কেন্দ্রের। দিল্লি হাই কোর্টে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বুস্টার ডোজ় সংক্রান্ত কোনও গাইডলাইন আপাতত কেন্দ্রের কাছে নেই।
ভারতের টিকা সংক্রান্ত যে দুটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে, তাদের তরফ থেকে কোনও গাইডলাইন দেওয়া হয়নি। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ ও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের কথা উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
আরও পড়ুন : WHO on Omicron: ‘বাঁচার একটাই পথ রয়েছে….’, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্কট নিয়ে আগাম সতর্কবার্তা WHO-র