গ্রিন কার্ডে সবুজ সঙ্কেত বাইডেনের, কাটল জটিলতা

গ্রিন কার্ডে ট্রাম্পের (Donald Trump) ঘোষিত ব্যান তুলে নিলেন জো বাইডেন।

গ্রিন কার্ডে সবুজ সঙ্কেত বাইডেনের, কাটল জটিলতা
ছবি -পিটিআই
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 6:57 PM

ওয়াশিংটন: ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ট্রাম্পের উলটো পথে বাইডেন (Joe Biden)। প্রথম দিনই ট্রাম্পের একের পর এক ঘোষণা বাতিল করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই একই ধারা অব্যাহত রেখে গ্রিন কার্ডে ট্রাম্পের (Donald Trump) ঘোষিত ব্যান তুলে নিলেন জো বাইডেন। করোনাভাইরাসের ফলে দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন বিশ্বের কোটি কোটি মানুষ।

বৃহত্তম অর্থনীতি আমেরিকাও করোনা মহামারীর শিকার হয়েছিল। সেখানেও কাজ হারিয়েছিলেন অনেকে। তাই ভোটের আগে গ্রিন কার্ডে অনুমোদন দেওয়া বন্ধ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, অন্য দেশ থেকে নাগরিকরা এসে আমেরিকার চাকরি বাজারে ভিড় বাড়াচ্ছেন। যার ফলে চাকরির সুযোগ পাচ্ছেন না আমেরিকানরাই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানিয়েছিল, মার্কিন নাগরিকদের মন জয়ের জন্যই ভোটের আগে তুরুপের তাস হিসেবে এইচ-১ ভিসা ও গ্রিন কার্ডের অনুমোদন বন্ধ করেছিলেন তিনি।

কিন্তু ভিসা অনুমোদন বন্ধ করলেও কোনও লাভ হয়নি। মার্কিন নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কারচুপির অভিযোগ করলেও আদালতে মুখ থুবড়ে পড়েছে ট্রাম্প পক্ষ। ক্ষমতায় এসেছেন জো বাইডেন। তারপর থেকে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের থেকে অপেক্ষাকৃত উদার পন্থা অবলম্বন করছেন তিনি। আগেই এইচ-ভিসা সংক্রান্ত সংশয়ে ইতি টেনেছিলেন জো বাইডেন। এ বার গ্রিন কার্ডের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিলেন তিনি।

আরও পড়ুন: নীরব মোদীর ভারত-প্রত্যর্পণে ছাড়পত্র ব্রিটিশ আদালতের