Mahatma Gandhi: নিলামে উঠছে গান্ধীর নিজে হাতে বোনা ল্যাঙট, দাম শুনলে ভিড়মি খাবেন

Mahatma Gandhi's personal items auction in Britain: বিলেতের (United Kingdom) মাটিতে নিলামে উঠছে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ব্যক্তিগত ব্যবহারের বেশ কিছু জিনিস। কত দর উঠতে পারে জানেন?

Mahatma Gandhi: নিলামে উঠছে গান্ধীর নিজে হাতে বোনা ল্যাঙট, দাম শুনলে ভিড়মি খাবেন
ছবি সৌজন্য - ইস্ট ব্রিস্টল অকশনস
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 4:39 PM

লন্ডন: বিলেতের (United Kingdom) মাটিতে নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ব্যক্তিগত ব্যবহারের বেশ কিছু জিনিসপত্র। যেগুলির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। নিলামকারীদের দাবি, শুধু ভারতেরই নয়, সমগ্র বিশ্বের ইতিহাসের প্রেক্ষিতেই নিলামে উঠতে যাওয়া এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে মোট ৭০টি জিনিসের নিলাম হতে চলেছে আগামী ২১ মে। সামগ্রিক দর, অন্তত ৫ লক্ষ পাউন্ড অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি টাকারও বেশি উঠবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২০ সালে গান্ধীর একটি ব্যবহার করা চশমাই বিক্রি হয়েছিল ২,৬০,০০০ পাউন্ড বা প্রায় আড়াই কোটি টাকা।

যে জিনিসগুলি নিলামে উঠতে চলেছে তার মধ্যে রয়েছে, গান্ধীর নিজের হাতে তৈরি কটিবস্ত্র, তাঁর ব্যবহার করা দুই জোড়া খড়ম, তাঁর জীবিত অবস্থায় তোলা শেষ ছবি, জেল থেকে লেখা চিঠি, লবন সত্যাগ্রহের সময় উপহার পাওয়া উত্তরীয়, রোদ চশমা, কালির দোয়াত, একজোড়া চশমা-সহ আরও বেশ কিছু ব্যক্তিগত ব্যবহারের পণ্য। ইস্ট ব্রিস্টল অকশনস নামে ব্রিটেনের এক নিলাম সংস্থা এই নিলাম পরিচালনা করছে। এই পণ্যগুলি সংগ্রহ করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। ব্যক্তিগত সংগ্রাহকদের কাছ থেকেই এইগুলি সংগ্রহ করা হয়েছে।

এই জিনিসগুলির মধ্যে সবথেকে বেশি আকর্ষণ রয়েছে জীবিত অবস্থায় গান্ধীর শেষ ছবি নিয়ে। ১৯৪৭ সালে নয়াদিল্লির বিড়লা হাউসে ছবিটি তোলা হয়েছিল। ১৯৪৮-এর ৩০ জানুয়ারী তাঁকে হত্যার আগে ১৪৪ দিনের জন্য এই বাড়িতেই ছিলেন গান্ধীজি। নিলামকারীদের দাবি, ছবিটি যেখানে তোলা হয়েছিল, সেই একই স্থানে ছবিটি তোলার মাত্র তিন সপ্তাহ পরই হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। এমনকী, ছবিতে তাঁকে যে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে, হত্যার দিনও সেই একই চেয়ারে বসেছিলেন তিনি। নিমালকারী সংস্থার মতে, ছবিটি তুলেছিলেন গান্ধীর ব্যক্তিগত চিকিত্সক ডাক্তার কানুগা বা তাঁর স্ত্রী নন্দুবহেন। ছবিতে গান্ধীর হাতে একটি কাঠের চরকা রয়েছে। নিলামকারীদের আশা, নিলামে এই ছবিটির দর অন্তত ১০০০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা উঠবে।

নিলামের আরও এক বড় আকর্ষণ হতে চলেছে গান্ধীর ব্যবহার করা একটি লেঙটি বা কটিবস্ত্র। মহাত্মা গান্ধী বলতেই যে ছবি সকলের চোখে ভেসে ওঠে, তাতে তাঁকে এই ধরণের একটি কটিবস্ত্রই পরে থাকতে দেখা যায়। সেটাই তাঁর সবথেকে পরিচিত রূপ। আসলে এই কটিবস্ত্র বা ল্যাঙট ছিল, পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে গান্ধীর রাজনৈতিক বিবৃত। তার উপর নিলাম হতে যাওয়া ল্যাঙটটি ছিল গান্ধীর নিজের হাতে বোনা। আশা করা হচ্ছে এটির দাম উঠতে পারে ১৫,০০০ থেকে ২৫,০০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা।

তবে, নিলাম হতে যাওয়া গান্ধীর ব্যবহার্য জিনিসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তাঁর লেখা কয়েকটি চিঠি। পুনে কারাগারে বন্দি থাকা অবস্থায় এই চিঠিগুলি লিখেছিলেন তিনি। এই চিঠিগুলিতে রয়েছে তাঁর রাজনৈতিক মতামত, অভাব-অভিযোগ। প্রকাশ পেয়েছে পশ্চিমী সংস্কৃতি পরিত্যাগ করার মরিয়া ইচ্ছা। এই চিঠিগুলির দর অন্তত দশ হাজার পাউন্ড বা প্রায় ১০ লক্ষ টাকা।