Mass Shooting: ম্যাচ জেতার হুল্লোড়ের মাঝেই এলোপাথাড়ি গুলিতে মৃত ১, আহত ২২, বন্দুকবাজকে ধরল দর্শকরাই
Kansas Shooting: বৃহস্পতিবার মিসৌরির কানসাস সিটিতে এনএফএল চ্যাম্পিয়ানদের বিজয় উৎসব চলছিল। কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। হঠাৎই দর্শকদের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ২২ জন, যাদের মধ্যে ১৫ জনেরই অবস্থা সঙ্কটজনক।
কানসাস: কড়া আইন এনেও মার্কিন মুলুকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বন্দুকবাজের হামলা। ফের একবার প্রকাশ্যে চলল গুলি। নিরাপরাধ মানুষেরা শিকার হলেন বন্দুকবাজের। এবার কানসাস সিটি চিফস সুপার বোল ভিকট্রি র্যালিতেও চলল গুলি। বৃহস্পতিবারে এই বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত কমপক্ষে ২২ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা সঙ্কটজনক। এদিকে, পুলিশ নয়, দুই নাগরিকই সাহস দেখিয়ে ঝাঁপিয়ে পড়েন বন্দুকবাজের উপরে। তাঁর হাত থেকে বাকিদের রক্ষা করেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মিসৌরির কানসাস সিটিতে এনএফএল চ্যাম্পিয়ানদের বিজয় উৎসব চলছিল। কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। প্রায় ৮০০ পুলিশ, এফবিআই, এটিএফের আধিকারিকরাও হাজির ছিলেন। হঠাৎই দর্শকদের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ২২ জন, যাদের মধ্যে ১৫ জনেরই অবস্থা সঙ্কটজনক।
পুলিশের সন্দেহ, একজন নয়, একাধিক বন্দুকবাজ উপস্থিত ছিল স্টেডিয়ামে। ইতিমধ্যেই সন্দেহের বশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
kc citizens tackling one of the shooters. brave people. pic.twitter.com/USLzF9rBbd
— gwyn (taylor’s version) | KC N1🐍 (@gwyn_kl) February 14, 2024
এদিকে, সোশ্যাল মিডিয়ায় বন্দুকবাজের হামলা ও তার পরবর্তী মুহূর্তের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, একজন বন্দুকবাজকে মাটিতে ফেলে মুখে ঘুষি মারছেন এক দম্পতি। পাশে দাঁড়িয়ে থাকা মহিলা বন্দুকবাজের হাতে থাকা বন্দুকটিও কেড়ে নেন।