বাংলাদেশেও করোনার নতুন ‘স্ট্রেন!’ মিল ব্রিটেনের সঙ্গে

এটি কতটা ভয়ংকর বা এর প্রভাব সম্পর্কে জানতে এখনও গবেষণা প্রয়োজন।

বাংলাদেশেও করোনার নতুন 'স্ট্রেন!' মিল ব্রিটেনের সঙ্গে
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Dec 24, 2020 | 6:53 PM

ঢাকা: এবার বাংলাদেশেও হদিশ মিলল করোনার (COVID) নতুন ‘স্ট্রেন’-এর। যার সঙ্গে মিল রয়েছে ব্রিটেনের ‘সুপার স্প্রেডারের।’ বৃহস্পতিবার একথা জানিয়েছেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকরা। তাঁদের মতে নতুন এই ‘স্ট্রেন’-এর স্পাইক প্রোটিনের সক্রিয় অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তন দেখা গিয়েছে। তবে এটি কতটা ভয়ংকর বা এর প্রভাব সম্পর্কে জানতে এখনও গবেষণা প্রয়োজন।

বাংলাদেশে যে নতুন ‘স্ট্রেন’-এর হদিশ মিলেছে সেখানে নতুন যে দুটি সক্রিয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছে, তা হল ‘পি৬৮১আর’ ও ‘ডি১১৮আর।’ গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসে মোট ২৮ টি প্রোটিন থাকে। প্রত্যেকটি স্পাইক প্রোটিনে ১,২৭৪ টি অ্যামাইনো অ্যাসিড থাকে। আগে এর মধ্যে ‘ডি৬১৪জি’ নম্বর অ্যামাইনো অ্যাসিড সক্রিয় ছিল। এখন নতুন আরও দু’টি অ্যামাইনো অ্যাসিড সক্রিয় হয়েছে।

সারা বিশ্বের ১৬ টি জায়গায় ‘পি৬৮১আর স্ট্রেন’ পাওয়া গিয়েছে। এটি প্রথম পাওয়া গিয়েছিল পেরুর রাজধানী লিমাতে। তারপর রাশিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্কেও এই ‘স্ট্রেন’-এর হদিশ মিলেছে। সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ বইছে। এমতাবস্থায় একের পর এক নতুন ‘স্ট্রেন’-এর হদিশ মেলায় চিন্তা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন: নাতালিয়ার পর মারগট! ফের ‘স্বল্প পোশাক’ পরিহিত মডেলের ছবিতে ‘লাইক’ পোপের

তবে বাংলাদেশের জিনোমিক রিসার্চ ল্যাবেরোটরির প্রধান বিজ্ঞানী মো. সেলিম খানের মতে নতুন ‘স্ট্রেন’-এর প্রভাব সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। পাশাপাশি তাঁর এ-ও আশঙ্কা, ভাইরাস যেভাবে দ্রুত চরিত্র বদলাচ্ছে, ভবিষ্যতে আরও কী পরিবর্তন হবে তা এখনই বলা সম্ভব নয়।