Christmas: ক্রিসমাসের আলো-রোশনাইয়ের মাঝেও ‘আঁধার’ যীশুর জন্মস্থানে!
Bethlehem: বেথলেহ্যামের অন্যতম নামকরা হোটেল অ্যালেক্সান্ডারের মালিক জোয়ি ক্যানাভাটি বলেন, "একজনও অতিথি নেই আমাদের হোটেলে। কয়েক প্রজন্ম ধরে আমার পরিবার এই হোটেল চালাচ্ছে, এমন অবস্থা কখনও হয়নি। সবথেকে খারাপ ক্রিসমাস এটা। বেথলেহ্যাম ক্রিসমাসের জন্য বন্ধ।"
বেথলেহ্যাম: আজ ক্রিসমাস (Christmas)। কলকাতার পার্কস্ট্রিট থেকে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, উৎসবের আমেজে মেতে গোটা বিশ্ব। অথচ আলো-রোশনাই নেই যীশুর জন্মস্থানেই (Birth Place of Jesus)। অন্যান্য বছর যেখানে এই সময়ে তিল ধারণের জায়গা থাকে না, সেখানেই এবার খা খা করছে বেথলেহ্যাম (Bethlehem)। বন্ধ হোটেল-রেস্তোরাঁর দরজা। ইজরায়েল-হামাসের যুদ্ধের জেরে ওয়েস্ট ব্যাঙ্কের (West Bank) এই শহর পর্যটকশূন্য।
গত ৭ অক্টোবর হামাস প্রথম ইজরায়েলের উপরে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইজরায়েলও। শুরু হয় প্যালেস্তাইন আশ্রিত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের যুদ্ধ। দুই মাস কেটে গেলেও সেই যুদ্ধ থামেনি। বরং যুদ্ধের জেরে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে গাজা স্ট্রিপ। ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্তাইন অধিগৃহীত বেথলেহ্যামে গোলাবর্ষণ না হলেও, যুদ্ধের জেরে পর্যটক-পুণ্যার্থীদের আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ। অন্যান্য বছর এই সময়ে ভিড়ে থিকথিক করলেও, এবার সম্পূর্ণ ফাঁকা যীশুর জন্মস্থান।
বেথলেহ্যামের অন্যতম নামকরা হোটেল অ্যালেক্সান্ডারের মালিক জোয়ি ক্যানাভাটি বলেন, “একজনও অতিথি নেই আমাদের হোটেলে। কয়েক প্রজন্ম ধরে আমার পরিবার এই হোটেল চালাচ্ছে, এমন অবস্থা কখনও হয়নি। সবথেকে খারাপ ক্রিসমাস এটা। বেথলেহ্যাম ক্রিসমাসের জন্য বন্ধ। কোনও ক্রিসমাস ট্রি নেই, কোনও আনন্দ নেই। সমস্ত বুকিং ক্যানসেল হয়ে গিয়েছে। আগামী বছরের জন্যও যে রুমগুলি বুক ছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হচ্ছে। এখন ফোন আসলেই আতঙ্ক হচ্ছে আমাদের।”
জেরুজালেমের দক্ষিণে অবস্থিত বেথলেহ্যামের আয়ের অন্যতম উৎসই হল পর্যটন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক, পুণ্যার্থীরা চার্চ অব ন্যাটিভিটিতে আসেন। খ্রিস্টানদের বিশ্বাস, এখানেই জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্ট।