Air Strike: আফগানিস্তানে ঢুকে জোড়া বিমান হামলা পাকিস্তানের! কড়া বার্তা হোয়াইট হাউসের

Pak Airstrike: গত শনিবার আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা ছাউনিতে জঙ্গ হামলায় ৭ পাক সেনার মৃত্যু হয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। সেই ঘটনার দু-দিন পর আফগানিস্তানে এভাবে জোড়া বিমান হামলা পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক বলে অভিযোগ উঠেছে।

Air Strike: আফগানিস্তানে ঢুকে জোড়া বিমান হামলা পাকিস্তানের! কড়া বার্তা হোয়াইট হাউসের
আফগানিস্তানে বিমান হামলা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা মার্কিন প্রশাসনের।
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 6:31 AM

ওয়াশিংটন: আফগানিস্তানের ভূমিতে ঢুকে একেবারে জোড়া এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। সোমবার রাতের এই হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এই হামলার তীব্র নিন্দা করেছে আফগানিস্তান প্রশাসন। এবার পাকিস্তানকে সংযম রাখার বার্তা দিল মার্কিন প্রসাসন। একইসঙ্গে আফগানিস্তানের তালিবান প্রশাসনকেও আফগানিস্তানের মাটি ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে।

সোমবার রাতেই সাংবাদিক বৈঠক করে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন পিয়েরি জানান, পাকিস্তানের সংযম রাখা উচিত। একইসঙ্গে তালিবান প্রশাসনের কাছে মার্কিন সচিবের আবেদন, আফগানিস্তানের মাটি যেন জঙ্গি হামলার জন্য ব্যবহার না হয়।

যদিও সোমবারের হামলার পিছনে জঙ্গি জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান (TTP) রয়েছে এবং তারাই আফগানিস্তানের মাটিতে জোড়া বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে ইসলামাবাদ যাই বলুক, এটা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছে আফগানিস্তান। জোড়া বিমান হামলার পর পর তালিবান প্রশাসনের হুঁশিয়ারি, কোনওভাবেই দখলদারি মেনে নেওয়া হবে না। তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লাহ মহম্মদ ইয়াকুব বলেন, ‘আমরা বিশ্ব এবং প্রতিবেশী দেশ- উভয় দিক থেকেই সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। কুনারে আমাদের ভূখণ্ডে আক্রমণ থেকেই এটা স্পষ্ট। আমরা আর এই আগ্রাসন সহ্য করতে পারি না। আমরা বহুদিন এই ধরনের হামলা সহ্য করেছি। জাতীয় স্বার্থে আমরা তা সহ্য করেছি, কিন্তু পরেরবার হয়তো আর সহ্য করব না।’এই হামলায় ৩ শিশু-সহ ৯ জন নিহত হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত শনিবার আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা ছাউনিতে জঙ্গ হামলায় ৭ পাক সেনার মৃত্যু হয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। সেই ঘটনার দু-দিন পর আফগানিস্তানে এভাবে জোড়া বিমান হামলা পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক বলে অভিযোগ উঠেছে।