Imran Khan: আজই গ্রেফতার হবেন ইমরান খান?

PTI: সোমবারই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ে অজ্ঞাতপরিচিত কয়েকজন। তিনি সরে যাওয়ায় কোনও আঘাত লাগেনি। তবে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই।

Imran Khan: আজই গ্রেফতার হবেন ইমরান খান?
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। Image Credit source: Reuters
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 9:25 AM

ইসলামাবাদ: ফের গ্রেফতারির মুখে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা PTI-এর চেয়ারম্যান ইমরান খান। এবার ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের নির্বাচন কমিশন (ECP)। মানহানির একটি মামলায় সোমবার ইমরানের (Imran Khan) বিরুদ্ধে অ-জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ECP-র নির্দেশনামায় আজ, মঙ্গলবারের মধ্যেই ইমরানকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর।

ECP সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী-সহ তাঁদের কয়েকজন অনুগামী মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচনী পর্যবেক্ষকের বিরুদ্ধে অকথ্য ভাষায় মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তার ভিত্তিতেই সোমবার ইমরান খান ও ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ECP।

অন্যদিকে, সোমবারই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ে অজ্ঞাতপরিচিত কয়েকজন। একটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের কাটচেরি এলাকা দিয়ে হেঁটে আদালতে ঢোকার সময়ই ইমরানকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। যদিও তিনি সরে যাওয়ায় কোনও আঘাত লাগেনি। তবে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

প্রসঙ্গত, গত মে মাসে এক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তিনি গ্রেফতার হওয়ার পরই সমগ্র পাকিস্তানে অশান্তির আগুনে জ্বলে ওঠে। রাস্তা অবরোধ, বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন, এমনকি সেনা ভবনেও হামলা চালানোর অভিযোগ ওঠে পিটিআই সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় বহু পিটিআই সমর্থক গ্রেফতার হয়। তবে শেহবাজ সরকার কড়া হাতে হিংসা দমন করতে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপর জামিনে ইমরান খান মুক্তি পাওয়ার পর ধীরে-ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও অনেকগুলি মামলায় অভিযুক্ত রয়েছেন ইমরান খান।