Openheimer: পরমাণু বোমা হাতে পেয়ে ওপেনহাইমারকে ছুড়ে ফেলে আমেরিকা, আশ্রয় দিতে চেয়েছিলেন নেহরু
Nehru-Openheimer: ওপেনহাইমারকে নিয়ে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা 'ওপেনহাইমার' সাড়া ফেলে দিয়েছে রুপোলি দুনিয়ায়। এই আবহে মার্কিন পরমাণু বিজ্ঞানীকে ভারতের প্রধানমন্ত্রীর নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দেওয়ার যে দাবি প্রকাশ্যে এসেছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ওয়াশিংটন: পরমাণু বোমার জনক ছিলেন রবার্ট জে ওপেনহাইমার (Robert J. Openheimer)। আমেরিকার এই পদার্থ বিজ্ঞানীকে ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)। সম্প্রতি ভারতে পরমাণু গবেষণার পথিকৃৎ হোমি জাহাঙ্গির ভাবার (Homi Jehangir Bhaba) জীবনী অবলম্বনে প্রকাশিত বই ‘হোমি জে ভাবা: আ লাইফ’ (Homi র Bhaba: A Life) -এ এমনই তথ্য উঠে এসেছে। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
মার্কিন পরমাণু বোমার জনক ওপেনহাইমারের সঙ্গে ভাবার বন্ধুত্বের কথা বহুল প্রচলিত। গত এপ্রিলে ভাবার জীবনী অবলম্বনে প্রকাশিত হয়েছে ‘হোমি জে ভাবা: আ লাইফ’ বইটি। বক্তিয়ার কে. দাদাভোয় রচিত ৭২৩ পাতার সেই বইটিতে ভাবা ও ওপেনহাইমারের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়েছে। সেখানেই এক জায়গায় উল্লিখিত, ভাবার মাধ্যমেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ওপেনহাইমারকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন।
মার্কিন পরমাণু বিজ্ঞানী ওপেনহাইমারকে ভারতের নাগরিকত্বের প্রস্তাব দেওয়ার পিছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। বইয়ের লেখক জানিয়েছেন, ওপেনহাইমার ও তাঁর স্ত্রী ক্যাথরিন কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন বলে সন্দেহ হয় তৎকালীন মার্কিন সরকারের। যার জেরে ১৯৫৪ সালে তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করে মার্কিন সরকার এবং ওপেনহাইমারের নিরাপত্তা তুলে নেওয়া হয়। সরকারের থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওপেনহাইারকে। তখনই ওপেনহাইমারকে ভারতের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দেন জওহরলাল নেহরু।
সম্প্রতি ওপেনহাইমারকে নিয়ে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘ওপেনহাইমার’ সাড়া ফেলে দিয়েছে রুপোলি দুনিয়ায়। এই আবহে ভাবা ও ওপেনহাইমারের বন্ধুত্ব নিয়ে ‘হোমি জে ভাবা: আ লাইফ’ বইয়ের প্রকাশ এবং সেখানে মার্কিন পরমাণু বিজ্ঞানীকে ভারতের প্রধানমন্ত্রীর নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দেওয়ার যে দাবি প্রকাশ্যে এসেছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রশাসন যাঁকে সন্দেহের চোখে দেখছে, তাঁকে ভারতের আশ্রয় দেওয়ার অর্থ দুই দেশের কূটনৈতিক পর্যায়ে একটা বড় ফাটল। যার প্রভাব অর্থনৈতিক, বাণিজ্যিক থেকে বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে। একথা নিশ্চয়ই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরও অজানা ছিল না। তারপরেও তিনি ওপেনহাইমারকে ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব দিয়ে স্বাভাবিকভাবেই বড় সাহসী পদক্ষেপ করেছিলেন।
যদিও নেহরুর প্রস্তাব গ্রহণ করেননি ওপেনহাইমার। তার কারণও ‘হোমি জে ভাবা: আ লাইফ’ বইয়ে স্পষ্ট করে লেখা রয়েছে। বইটিতে বলা হয়েছে, ওপেনহাইমার মনে করেছিলেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। তাই ওই অভিযোগ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমেরিকা ছেড়ে অন্য দেশে যাওয়া উচিত হবে না। সেজন্যই কঠিন সময়ের মধ্যেও ভারতের নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দেন ওপেনহাইমার।