Imran Khan No Trust Vote: ‘কাপ্তান’ বোল্ড আউট! আস্থা ভোটে গদি হারালেন ইমরান
Imran Khan No Trust Vote Live Updates: ২০১৮ সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, সেই সময় তাঁর দল ১৫৫টি ভোট পেয়েছিল। ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সেই সময় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও, বিপদের মুহূর্তে একে একে হাত ছেড়েছে বিরোধীরা।
আজ অগ্নিপরীক্ষা ইমরান খানের। সুপ্রিম কোর্টের নির্দেশে অনাস্থা ভোটেরই মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। ৩৪২ সদস্যের পাকিস্তান জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ইমরান খানের প্রয়োজন ১৭২টি ভোট। ২০১৮ সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, সেই সময় তাঁর দল ১৫৫টি ভোট পেয়েছিল। ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সেই সময় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও, বিপদের মুহূর্তে একে একে হাত ছেড়েছে বিরোধীরা। অন্যদিকে, বিরোধীদের কাছে ১৬৩ সাংসদের সমর্থন রয়েছে । সম্প্রতিই ইমরানের জোটসঙ্গী এমকিউএমের ৭ সদস্যও অনাস্থা ভোটে বিরোধীদের আনা প্রস্তাবকেই সমর্থন করবেন বলেই জানিয়েছেন। সবমিলিয়ে সংসদে কোণঠাসা ইমরান। গদি বাঁচাতে গতকালই দেশের জনগণের কাছে প্রতিবাদ শুরু করার আর্জি জানিয়েছিলেন। শেষ অবধি আজ ভোটাভুটিতেই স্থির হবে ইমরানের ভাগ্য।
LIVE NEWS & UPDATES
-
নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শহবাজ শরিফ
নতুন প্রধানমন্ত্রীর জন্য নাম মনোনীত করতে পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টোয় ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শহবাজ শরিফ। সোমবারই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারে পাকিস্তান।
-
‘পাকিস্তানের জন্য দুঃখের দিন’, টুইট ইমরান ঘনিষ্ঠ নেতার
ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানি মন্ত্রী ফওয়াদ চৌধুরি টুইটারে লিখেছেন, “পাকিস্তানের জন্য এটি একটি দুঃখের দিন। লুটেরাদের হাতে ফিরে গেল ক্ষমতা। একজন ভাল লোককে প্রত্যাখ্যান করা হয়েছে।”
Sad day for Pakistan….. return of looters a good man sent home
— Ch Fawad Hussain (@fawadchaudhry) April 9, 2022
-
-
কাপ্তান বোল্ড আউট! আস্থা ভোটে গদি হারালেন ইমরান
আস্থা ভোটে হার ইমরানের। প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে বোল্ড আউট। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকলেন না ইমরান খান। আস্থা ভোটের সময় সব ভোট পড়েছে ইমরান খানের বিপক্ষে।
-
পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে শুরু ভোটাভুটি, বাইরে প্রস্তুত প্রিজন ভ্যান
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে শুরু প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি। রাতভর চূড়ান্ত নাটকীয়তা পাকিস্তানে। ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে।
Voting on no-confidence motion against Prime Minister Imran Khan has been started in the Pakistan National Assembly.
(Source: PTV) pic.twitter.com/eHoWycCD7Y
— ANI (@ANI) April 9, 2022
-
স্পিকারের ইস্তফার পর অধিবেশনের সভাপতিত্বের দায়িত্বে কে?
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইজার তাঁর পদত্যাগের ঘোষণা করার পর, বিরোধী দলনেতা আয়াজ সাদিককে অধিবেশনে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
-
-
টানটান নাটক পাকিস্তানে, ইস্তফা দিলেন পাক অ্যাসেম্বলির স্পিকার ও তাঁর ডেপুটি
ইস্তফা দিলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাসির ও ডেপুটি স্পিকার কাসিম সুরি। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। মধ্যরাতেই শুনানি হতে পারে পাক সুপ্রিম কোর্টে।
-
পার্লামেন্টের বাইরে প্রস্তুত প্রিজ়ন ভ্যান, বিমানবন্দরগুলিতে জারি হাই অ্যালার্ট
পাকিস্তানের সমস্ত অন্তর্দেশীয় বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সরকারি আধিকারিকরা অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না বলে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এমন খবর প্রকাশ করেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইসলামাবাদ পুলিশ ও প্রশাসনের সব অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে এবং ইসলামাবাদের হাসপাতালগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রিজন ভ্যান তৈরি রাখা হয়েছে পার্লামেন্টের বাইরেও।
-
বাজওয়াকে সেনাপ্রধান পদ থেকে ডি-নোটিফাই করার কথা ভাবছেন ইমরান?
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, সেনাপ্রধান হিসাবে জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ডি-নোটিফাই করার সিদ্ধান্ত থেকে প্রধানমন্ত্রী ইমরান খানকে বিরত রাখার জন্য একটি পিটিশন জমা পড়েছে ইসলামাবাদ হাইকোর্টে।
-
পাকিস্তানে কি ফের সেনা অভ্যুত্থান? প্রধানমন্ত্রীর বাসভবনের দায়িত্বে ১১১ পদাতিক ব্রিগেড
পাকিস্তানে কি ফের একবার সেনা অভ্যুত্থান হতে চলেছে? ইসলামাবাদে সেনাকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর ১১১ পদাতিক ব্রিগেডকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামাবাদে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে।
-
মধ্যরাতে খুলছে পাক সুপ্রিম কোর্ট
পাকিস্তানের সংবাদ মাধ্যম অনুযায়ী, মুখ্য বিচারপতি বন্দিয়াল সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দিয়েছেন। পাকিস্তানের মুখ্য বিচারপতি রাত ১২ টায় সুপ্রিম কোর্টের দ্বার খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাউজ়ার আস্থা-ভোটে সম্মতি দিতে চলেছেন।
-
আদালত অবমাননা এড়াতে চায় পার্লামেন্টের আধিকারিকরা
ইসলামাবাদ হাইকোর্ট, পাকিস্তান নির্বাচন কমিশন খোলা হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির আধিকারিকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করতে চান না। তাই এদিন রাত ১২ মধ্যেই আস্থা ভোট করাতে তৎপর।
-
লাহোর-পেশোয়ারে মোতায়েন সেনা, রাত ১২ টার মধ্যে ভোটাভুটি না হলে গ্রেফতার হতে পারেন ইমরান
ইসলামাবাদের অধিকাংশ জায়গায় নাকাবন্দি করা হয়েছে। ১২ টার মধ্যে ভোটাভুটি না হলে গ্রেফতার হতে পারেন ইমরান খান? পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, ১২ টার মধ্যে ভোটাভুটি না হলে ইমরানকে গ্রেফতারি নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। লাহোর ও পেশোয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে।
-
টানটান উত্তেজনা পাকিস্তানে! রাত ১০ টায় খুলেছে ইসলামাবাদ হাইকোর্ট, মধ্যরাতে খুলবে সুপ্রিম কোর্ট
রাত ১০ টা খুলেছে ইসলামাবাদ হাইকোর্ট। সুপ্রিম কোর্টে তলব করা অ্যাসেম্বলির সচিবদের। মধ্যরাতে খুলবে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এদিকে ইমরান খানের বাসভবনে মন্ত্রিসভার বৈঠকও শেষ হয়ে গিয়েছে।
-
ভোটাভুটি না হলে আবার সুপ্রিম কোর্টে যেতে পারে বিরোধীরা
সম্ভবত আজ হবে না ভোটাভুটি। সেক্ষেত্রে বিষয়টিকে আদালত অবমাননার ইস্যু করে আবার সুপ্রিম কোর্টে যেতে পারে বিরোধীরা। ইমরান খান যে তিনটি শর্ত দিয়েছেন তা হল, তাঁকে গ্রেফতার করা চলবে না। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা করা চলবে না। শাবাজ শরীফ ছাড়া অন্য কেউ চাই প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু বিরোধীরা এই দাবি মানতে নারাজ।কারণ তাঁদের কাছে সংখ্যা আছে। ১৭২ টি ভোট চাই ইমরানকে সরাতে। বিরোধীদের কাছে আছে ১৯৯ ভোট।
-
রাত ১০ টা পর্যন্ত স্থগিত পাকিস্তানের সংসদ অধিবেশন
সন্ধ্যা সাড়ে ৮ টায় পাক সংসদে আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আবারও স্থগিত হয়ে গেল পাকিস্তানের সংসদ অধিবেশন। রাত ১০ টা পর্যন্ত সংসদ অধিবেশন স্থগিত রাখা হয়েছে। পরে রাত ১২ টা অবধি কাজ চলবে বলে জানা গিয়েছে।
The session will likely continue till 12 am (local time), while PM Imran Khan has summoned a meeting of the federal cabinet at 9 pm, reports Pakistan’s Geo News quoting National Assembly Secretariat sources
— ANI (@ANI) April 9, 2022
-
জরুরি বৈঠক ডেকেছেন ইমরান
শনিবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইমরান খান। যদিও তার আগেই হবে আস্থা ভোট। আর সেই ভোটে ইমরান হেরে যাবেন বলেই দাবি করছেন বিরোধীরা।
-
ইমরানের মন্ত্রীরা হয়ে গেলেন ‘প্রাক্তন’
টুইটারে বায়ো পাল্টে ফেললেন ইমরান খানের মন্ত্রীরা। আস্থা ভোট হওয়ার আগেই নিজেদের প্রাক্তন মন্ত্রী হিসেবে উল্লেখ করলেন অনেকেই। ফাওয়াদ হুসেন, শাহ মহম্মদ কুরেশি নিজেদের বায়ো বদলে ফেলেছেন টুইটারে।
-
ভোটাভুটি স্বচ্ছ হলে ইমরানের হার অনিবার্য বিলাওয়াল
আস্থা ভোটের আগে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, অনেক চেষ্টা করলেও ইমরান খান কখন রাজনৈতিক শহিদ হতে পারবেন না। ১০০ বার চেষ্টা করলেও ভুট্টো হতে পারবেন না কখনও। তাঁর দাবি, স্বচ্ছ ভোটাভুটি হলে ইমরানের হার কেউ আটকাতে পারবে না।
-
সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইমরান
ইমরান খানের তরফে রিভিউ পিটিশন দায়ের করা হল। পাকিস্তানের শীর্ষ আদালতে সেই পিটিশন দেয় ইমরান খানের দল পিটিআই। সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই রিভিউ পিটিশন। শনিবারে আদালতে লোক কম বলে দায়ের করতে এত সময় লাগলো
-
সময় কিনছে ইমরান খান
বেশি সময় নেওয়ার চেষ্টা করছেন ইমরান খান। ইমরানের দল পিটিআই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে পারে। সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দিতে চান তাঁরা।
-
রাত ৮ টার মধ্যে অনাস্থা ভোট চান বিরোধীরা
একদিকে সংসদে বিদেশ নীতি সংক্রান্ত বিতর্কের কথা বলেছেন স্পিকার। আর অন্যদিকে, অনাস্থা ভোট চাইছেন বিরোধীরা। রাত ৮ টার মধ্যে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু করতে হবে বলে দাবি জানিয়েছে বিরোধীরা।
-
সব বোধ হারিয়েছেন ইমরান: মরিয়ম
পাকিস্তানের বিরোধী নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ ইমরান খানের সমালোচনা করে বলেন, যে ব্যক্তি সব বোধ হারিয়েছেন, তাঁর হাতে দেশের অবনতি হতে দেওয়া যায় না।
-
জাতীয় সংসদের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ বিরোধীদের
পাকিস্তান জাতীয় সংসদের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেন দেশের বিরোধী দলের নেতারা। অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত অনাস্থা ভোট হওয়ার দাবিতে তারা সরব হয়েছেন।
-
দুপুর ১টা অবধি স্থগিত সংসদ অধিবেশন
আজ পাকিস্তানে ইমরান খানের ভাগ্য পরীক্ষা। কিন্তু পাকিস্তান জাতীয় সংসদের অধ্যক্ষ বেলা ১ টা অবধি অধিবেশন স্থগিত করেছে। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে পাক সংসদে অনাস্থা ভোট হতে পারে বলেই মনে করা হচ্ছে।
-
‘উধাও’ ইমরানের দলের সদস্যরা
আজই আস্থাভোট হওয়ার কথা পাক সংসদে। বিরোধী দলের সদস্যরা একে একে সংসদে হাজির হলেও, এখনও অবধি সংসদে আসেননি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্যরা।
-
আস্থা ভোটের আগেই কড়া নিরাপত্তা পাক সংসদে
পাকিস্তানের জাতীয় সংসদে হতে চলেছে আস্থা ভোট। এই ভোট ঘিরে অশান্ত হতে পারে সংসদ, এই আশঙ্কাতেই সকাল থেকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সংসদ ভবন।
-
‘ভারতে চলে যান’, ইমরানকে কটাক্ষ নওয়াজ কন্যার
শুক্রবারই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইমরান খান। সেখানে তিনি ভারতের বিদেশনীতির প্রশংসা করেছিলেন। সেই মন্তব্যকেই কটাক্ষ করে এদিন নওয়াজ শরিফের কন্যা মারিয়াম নওয়াজ শরিফ বলেন, ভারতেই চলে যাওয়া উচিত ইমরান খানের।
کوئی اس اقتدار جاتا دیکھ کر پاگل ہو جانے والے شخص کو بتائے کہ اس کو کسی اور نے نہیں، اسکی اپنی جماعت نے باہر نکالا ہے۔ بھارت اگر اتنا پسند ہے تو وہیں شفٹ ہو جائیے اور پاکستان کی جان چھوڑییے۔
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) April 8, 2022
-
আজই অনাস্থা ভোট পাক সংসদে
আজ, শনিবারই অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ভোটই স্থির করবে প্রধানমন্ত্রীর গদিতে কে থাকবে?
Published On - Apr 09,2022 11:52 AM