Faiz Hameed: পাকিস্তানে ডামাডোল! সেনার হাতে গ্রেফতার প্রাক্তন আইএসআই প্রধান

Former ISI Chief Faiz Hameed: এই কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে শিগগিরই কোর্ট মার্শাল হওয়ার কথা। তার আগেই গ্রেফতার করা হল তাঁকে। পাকিস্তানের সংবাদমাধ্যম, ডন নিউজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে এই প্রথম কোনও প্রাক্তন গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু হচ্ছে।

Faiz Hameed: পাকিস্তানে ডামাডোল! সেনার হাতে গ্রেফতার প্রাক্তন আইএসআই প্রধান
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদ Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Aug 12, 2024 | 8:06 PM

ইসলামাবাদ: এক আবাসন প্রকল্পে কেলেঙ্কারির অভিযোগে, সোমবার (১২ অগস্ট), পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদকে গ্রেফতার করল সেই দেশের সামরিক বাহিনী। এই কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে শিগগিরই কোর্ট মার্শাল (সামরিক আইন ভাঙার দায়ে বিচার) হওয়ার কথা। তার আগেই গ্রেফতার করা হল তাঁকে। পাকিস্তানের সংবাদমাধ্যম, ডন নিউজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে এই প্রথম কোনও প্রাক্তন গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু হচ্ছে। এদিন, আইএসআই-এর জনসংযোগ বিভাগ বলেছে, “পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ মেনে, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে হওয়া টপ সিটি সংক্রান্ত অভিযোগের যথার্থতা নিশ্চিত করতে, পাকিস্তান সেনাবাহিনী একটি বিশদ তদন্ত আদালত গঠন করেছিল। এরপর, পাকিস্তান সেনা আইনের বিধানের অধীনে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাক গোয়েন্দা সংস্থার প্রধান পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদ। সেই সময় মনে করা হত তিনি পাকিস্তানের সবথেকে শক্তিশালী মানুষ। তবে, ইমরান খান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, তিনিও শক্তি হারান। ডন নিউজের প্রতিবেদন অনুযায়ী, সময়ের আগেই অবসর নেন জেনারেল হামিদ। ২০২২-এর নভেম্বরে, হাইকমান্ডের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। অথচ, সামরিক বাহিনীর দুই শীর্ষ পদের জন্য পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স যে ছয়জন প্রবীন জেনারেলের সম্ভাব্য তালিকা তৈরি করেছিল, তার মধ্যে জেনারেল হামিদের নামও ছিল। অনুমোদনের জন্য নামগুলি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছেও পাঠানো হয়েছিল।

অকাল অবসরের পর, টপ সিটি মামলায় তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। ২০২৩-এর ৮ নভেম্বর, পাক সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন টপ সিটি প্রকল্পের মালিক, মইজ আহমেদ খান। তিনি জেনারেল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছিলেন। সুপ্রিম কোর্টে তিনি যে আবেদন করেছিলেন, তাতে বলা হয়েছিল, ২০১৭ সালের ১২ মে, জেনারেল হামিদের নির্দেশেই তাঁর কার্যালয় এবং বাড়িতে অভিযান চালিয়েছিল আইএসআই কর্তারা। এই অভিযোগের তদন্তের জন্য, চলতি বছরের এপ্রিলে পাক সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)