PM Narendra Modi: ‘যাদের বিশ্বাস করেছিলাম, বিপদে তারা পাশে এসে দাঁড়ায়নি…’, কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী?
India-Pacific Islands Cooperation Summit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "যাদের বিশ্বাস করেছিলাম, তারা প্রয়োজনের সময় সাহায্য করার প্রস্তাবও দেয়নি"।
পোর্ট মরেসবি: ছোট্ট দ্বীপরাষ্ট্র, তবুও তাকে কম গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকের পর রবিবার রাতেই পাপুয়া নিউগিনিতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন সে দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে। তিনি প্রধানমন্ত্রী সঙ্গে করমর্দন ও আলিঙ্গনের পর তাঁর পা-ও স্পর্শ করেন। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর এই আন্তরিক অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। আজ, সোমবার তৃতীয় ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কো-অপারেশন সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তিনি বলেন, “ভারত বহুপাক্ষিক সম্পর্কে বিশ্বাসী এবং মুক্ত, স্বাধীন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমর্থন জানায়”। দ্বীপরাষ্ট্রগুলিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রগুলি আমার কাছে ছোট দ্বীপরাষ্ট্র নয়, বরং বিশাল বড় সামুদ্রিক দেশ।”
#WATCH | “For me, you are large ocean countries and not small island states,” says PM Narendra Modi at the 3rd India-Pacific Islands Cooperation (FIPIC) Summit pic.twitter.com/vOEUDpTKgf
— ANI (@ANI) May 22, 2023
গ্লোবাল সাউথের হয়ে সওয়াল করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা ক্ষোভও উগরে দেন। তিনি বলেন, “যাদের বিশ্বাস করেছিলাম, তারা প্রয়োজনের সময় সাহায্য করার প্রস্তাবও দেয়নি”। ইন্দো-প্রশান্তমহাসাগরীয় দ্বীপ কো-অপারেশন সামিটে প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা জ্বালানি, খাদ্য, সার ও ওষুধের সরবরাহ চেইনে ব্য়াঘাত দেখছি। আমরা যাদের বিশ্বাস করেছিলাম, তারা প্রয়োজনের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়নি।”
করোনাকালে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, তার উল্লেখ করেও প্রধানমন্ত্রী মোদী বলেন, “জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, ক্ষুধা, দারিদ্রতা ও স্বাস্থ্য কেন্দ্রিক নানা সমস্যা-প্রতিবন্ধকতা আগেই ছিল। এখন আরও নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। তবে আমি খুশি যে কঠিন সময়ে প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থিত বন্ধু দ্বীপরাষ্ট্রগুলির পাশে দাঁড়িয়েছে ভারত।”
#WATCH | PM Narendra Modi arrives at the APEC House; welcomed by Papua New Guinea PM James Marape
PM Modi will hold a bilateral meeting with PM Marape here. pic.twitter.com/Gl9e49FlJv
— ANI (@ANI) May 21, 2023
দ্বীপরাষ্ট্রগুলির সঙ্গে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ভারত, এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের উন্নয়নের অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ভারতকে সর্বদা নির্ভরশীল অংশীদার হিসাবে গণ্য করতে পারেন আপনারা। আমরা নিজেদের সব ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত। আমরা মুক্ত, স্বাধীন ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে সমর্থন করি।”