Threat of Cyber Attack by Russia: ২ মাস ধরে কষা হচ্ছে ছক! ‘অদৃশ্য জাল’ দিয়েও হামলা চালাতে পারে রুশ হ্যাকাররা
Russia-Ukraine Conflict: ২০১৫ সালের ডিসেম্বর মাসে ইউক্রেনের উপরে যে সাইবার হানা হয়েছিল, তাতে গোটা দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই সময়ও সন্দেহের তির ছিল রাশিয়ার দিকেই।
প্যারিস: ইউক্রেন(Ukraine)-র উপরে সামরিক অভিযান (Military Operation) শুরু করেছে রাশিয়া (Russia)। একসঙ্গে স্থল, জল ও আকাশপথে প্রতিবেশী দেশের উপরে হামলা শুরু করে দিয়েছে রুশ বাহিনী। তবে বিপদ শুধু এখানেই থেমে নেই। চোরা পথে সাইবার হানা(Cyber Attack)-ও শুরু করতে পারে রাশিয়া, এমনটাই আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞদের। সম্প্রতিই ইউক্রেনের উপরে সাইবার হানা চালিয়েছিল রাশিয়া, এবার আরও বড় মাপেই সাইবার হানা চালাতে পারে রাশিয়া, যার জেরে গোটা দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা ও অনলাইন সিস্টেম ভেঙে পড়বে। এই হামলা কেবলমাত্র ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন আশঙ্কাও করছেন অনেকেই।
বুধবার রাত থেকেই ইউক্রেনের উপর গোলা বর্ষণ শুরু করেছে রাশিয়া। তারও বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই ইউক্রেনের বিভিন্ন ব্যাঙ্ক ও সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ‘ডিনায়েল অব সার্ভিস’-র পিছনে রুশ বাহিনীর হাত রয়েছে বলেই দাবি করা হয়েছে কিয়েভের তরফে।
সাইবার হামলা:
একটি সাইবার সিকিউরিটি ফার্মের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের শতাধিক কম্পিউটারে এমন কিছু ম্যালওয়ার পাওয়া গিয়েছে, যা এক নিমেষে গোটা একটি ওয়েবসাইটের যাবতীয় তথ্য মুছে ফেলতে সক্ষম। তাদের দাবি, দুই মাস আগে থেকেই রাশিয়া এই সাইবার হানা চালানোর পরিকল্পনা করে রেখেছিল।
ইউক্রেন সরকারের তরফেও গতমাসেই জানানো হয়েছিল, তাদের প্রায় কয়েক ডজন সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। ওই হামলার পিছনে রাশিয়াকেই দায়ী করেছিল ইউক্রেন সরকার, তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয় মস্কোর তরফে। তবে এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেই স্বীকার করে নিয়েছিলেন যে তাদের কাছে বেশ কিছু দেশপ্রেমী হ্যাকার রয়েছে, যারা দেশের স্বার্থে যে কোনও বেআইনি কাজ করতেও রাজি।
২০১৫ সালের ডিসেম্বর মাসে ইউক্রেনের উপরে যে সাইবার হানা হয়েছিল, তাতে গোটা দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই সময়ও সন্দেহের তির ছিল রাশিয়ার দিকেই। এবারও একইভাবে সামরিক অভিযানের পাশাপাশি অদৃশ্য জালের সাহায্যে ইউক্রেনের প্রতিটি অফিসের কম্পিউটারে ঢুকে পড়তে পারে রুশ হ্যাকাররা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের একার বিপদ নয়:
রাশিয়া যদি সাইবার হানা চালায়, তবে তা কেবল ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন না সাইবার বিশেষজ্ঞরা। তাদের দাবি, গোটা .ইউরোপ, এমনকি আমেরিকার উপরও একযোগে বড় মাপের হামলা চালাতে পারে রাশিয়া। শক্তিধারী দেশ, যারা এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে পারে, তাদের ভিতর থেকে দুর্বল করে দেওয়ার জন্যই এই ছক কষছে রাশিয়া, এমনটাই দাবি।
বৃহস্পতিবারই জার্মানির তরফে জানানো হয়েছে, সম্ভাব্য রাশিয়ান সাইবার হানার সম্ভাবনায় তাদের দেশের সাইবার সুরক্ষাকে আরও কঠোর করে ফেলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তরফেও জানানো হয়েছে যে, যদি ইউক্রেনের উপরে সাইবার হানা চলে, তবে তা প্রতিরোধের জন্য সাইবার রেসপন্স টিম প্রস্তুত রাখা হচ্ছে।