Artificial Breast: নকল স্তনেও ফিরবে ‘দাম্পত্য সুখ’, কীভাবে সম্ভব জানুন
Breast Artificial: আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইন্সটিউট ও শিকগো বিশ্ববিদ্যালয়ে চলছে এই বিষয়ে গবেষণা। সম্প্রতি এই গবেষণার জন্য ৩৯ লক্ষ ডলার অনুদানও দেওয়া হয়েছে। তাই গবেষণা চলছে পুরোদমে।
শিকাগো: বর্তমানে স্তন ক্যানসারের চিকিৎসার অনেক উপায় আছে। আক্রান্ত রোগী সম্পূর্ণ সেরে উঠতে পারেন সঠিক চিকিৎসায়। মহিলারা আক্রান্ত হলে সবার আগে ম্যাসেকটমির কথাই বলে থাকেন চিকিৎসকেরা। ম্যাসেকটমি অর্থাৎ অস্ত্রোপচারের মাদ্যমে শরীর থেকে বক্ষযুগল সম্পূর্ণ বাদ দেওয়া। তাতে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া গেলেও জীবন আর স্বাভাবিক ছন্দে ফেরে না। সেই স্তনে থাকে না কোনও অনুভূতি। সাড়া দেয় না স্নায়ু। বাধা আসে যৌনজীবনেও। তবে সেই অবস্থা থেকে মুক্তির উপায় মিলতে পারে শীঘ্রই।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্ত্রী রোগ বিশেষজ্ঞ স্টেসি টেসলার লিন্ডা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছেন। বিশেষত ম্যাসেকটমির পরে এই ধরনের সমস্যা তাঁদের স্বাভাবিক জীবন কতটা ব্যাহত করতে পারে, মানসিকভাবে তারা কতটা হতাশ হয়ে যেতে পারেন, সেটাই ভাবিয়েছে স্টেসিকে। এক গবেষণায় দেখা গিয়েছে, আমেরিকায় ৭৭ শতাংশ মহিলার ক্ষেত্রেই ম্যাসেকটমির পর যৌন জীবনে প্রভাব পড়েছে।
স্টেসি টেসলার লিন্ডা ও তাঁর সহকারী গবেষকরা মিলে তৈরি করছেন বায়োনিক স্তন। অর্থাৎ নিছকই একটা কৃত্রিম অঙ্গ নয়, তাতে থাকবে অনুভূতি। মানব অঙ্গের মতোই হবে সেই স্তন। প্রাথমিকভাবে সেই গবেষণা প্রায় শেষে পথে। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হলেই সেই পদ্ধতি ব্যবহার করতে পারবেন আক্রান্তরা।
জানা গিয়েছে, আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইন্সটিউট ও শিকগো বিশ্ববিদ্যালয়ে চলছে এই বিষয়ে গবেষণা। সম্প্রতি এই গবেষণার জন্য ৩৯ লক্ষ ডলার অনুদানও দেওয়া হয়েছে। তাই গবেষণা চলছে পুরোদমে।
জানা গিয়েছে, কৃত্রিম স্তন শরীরে বসানোর পর হাতের তলায় যে স্নায়ু আছে, তার সঙ্গে যুক্ত করে দেওয়া হবে সিএফআইএনই নামে এক বিশেষ যন্ত্র। ওই যন্ত্রের মাধ্যমেই আসবে অনুভূতি। স্পর্শের খবর বৈদ্যুতিন সঙ্কেত হিসেবে পৌঁছে যাবে মস্তিষ্কে।