Russia-Ukraine War: নতুন করে ইউক্রেনে আক্রমণের ছক রাশিয়ায়! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Russia-Ukraine Conflict: অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই সম্প্রতি অতি-জাতীয়তাবাদী রাশিয়ান মতাদর্শে বিশ্বাসী আলেকজান্ডার ডুগিনের কন্যা দারিয়া ডুগিনাকে হত্যার ঘটনা ঘটছে।
ওয়াশিংটন: প্রায় ছ’মাসেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এখনও অবধি এই যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এই আবহে মার্কিন গোয়েন্দা বিভাগের কাছে নতুন তথ্য এসেছে। সোমবার মার্কিন গোয়েন্দাদের তরফে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ইউক্রেনের অসামরিক বিভিন্ন কাঠামো এবং সরকারি সুযোগ-সুবিধার ওপর নতুন করে হামলা করতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, “আমাদের কাছে তথ্য রয়েছে, আগামী দিনে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার ওপর নতুন করে আক্রমণ করতে পারে রাশিয়া। রাশিয়ার অতীত অবস্থানের কথা ভেবে আমরা ইউক্রেনের নাগরিক এবং বিভিন্ন নাগরিক অবকাঠামো নিয়ে চিন্তিত।”
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই সম্প্রতি অতি-জাতীয়তাবাদী রাশিয়ান মতাদর্শে বিশ্বাসী আলেকজান্ডার ডুগিনের কন্যা দারিয়া ডুগিনাকে হত্যার ঘটনা ঘটছে। শনিবার সন্ধেবেলা মস্কোতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডুগিনা। সেখানে তাঁরা বাবা আলেকজান্ডারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে বিলাসবহুল ল্যান্ড ক্রুজ়ার গাড়িতে ফেরার সময়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ডুগিনার। বিস্ফোরণের সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন ডুগিনা এই ঘটনায় সরাসরি ইউক্রেনের দিকে আঙুল তুলেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। তাদের দাবি এক ইউক্রেনীয় মহিলা এই বিস্ফোরণের ঘটনার পিছনে দায়ী। জুলাই মাস থেকে ডুগিনাকে হত্যা করার জন্য তাঁর ওপর নজর রাখছিলেন ওই মহিলা, এমনটাই জানিয়েছে রাশিয়ান এজেন্সি। যদি এই ঘটনার পিছনে নিজেদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও থামার কোনও লক্ষণ নেই। দীর্ঘ ছ’মাস অতিক্রান্ত হলেও এখনও অবধি ইউরোপের এই প্রতিবেশী দুই দেশের যুদ্ধ চলেছে। একাধিকবার দুই দেশের শীর্ষস্তরের মধ্য আলোচনা হলেও এখন কোনও ইতিবাচক সমাধানসূত্রে বের হয়নি। আগামী দিনে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার।