PM Modi-Vladimir Putin: বন্ধু মোদীকে ‘মিস’ করছেন পুতিন, জানালেন রাশিয়ায় আসার আমন্ত্রণ
External Minister S Jaishankar: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় আসলে আমরা খুব খুশি হব"। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তাতে প্রধানমন্ত্রী মোদীর মধ্য়স্থতা করার প্রসঙ্গেও পুতিন বলেন, "আমি জানি প্রধানমন্ত্রী মোদী শান্তিপূর্ণভাবে ইউক্রেনের সঙ্কট মেটাতে চান।"

মস্কো: পুরনো বন্ধুকে ‘মিস’ করছেন পুতিন। তাই বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা হতেই প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়ায় আসার আমন্ত্রণ জানালেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে ভারতে তেল আমদানি-একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। জানা গিয়েছে, নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।
পাঁচদিনের রাশিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ক্রেমলিনে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। তাঁকে হাত বাড়িয়ে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট। দীর্ঘক্ষণ পুতিনের সঙ্গে বৈঠক-আলোচনা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পরে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গেও দেখা করেন তিনি।
Honoured to call on President Vladimir Putin this evening. Conveyed the warm greetings of PM @narendramodi and handed over a personal message.
Apprised President Putin of my discussions with Ministers Manturov and Lavrov. Appreciated his guidance on the further developments of… pic.twitter.com/iuC944fYHq
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2023
বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় আসলে আমরা খুব খুশি হব”। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তাতে প্রধানমন্ত্রী মোদীর মধ্য়স্থতা করার প্রসঙ্গেও পুতিন বলেন, “আমি জানি প্রধানমন্ত্রী মোদী শান্তিপূর্ণভাবে ইউক্রেনের সঙ্কট মেটাতে চান। বহু সময়ই আমি ওঁকে (প্রধানমন্ত্রী মোদী) জানিয়েছি যে ইউক্রেনে কী চলছে। আমরা একসঙ্গে আরও নিবিড়ভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করব। আমরা প্রয়োজনীয় অতিরিক্ত তথ্যও দেব।”
#WATCH | Moscow: Russian President Vladimir Putin says, “Despite all the turmoil happening worldwide, the relationship with our true friends in Asia-India has been progressing incrementally…Regarding the situation in Ukraine, many times I advised him of how things have been… pic.twitter.com/5z2RBf8Ogz
— ANI (@ANI) December 27, 2023
রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর যুগ্ম সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি নিশ্চিত যে নতুন বছরে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎ হবে। দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলেও জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান যে রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বিশেষত ক্রুড তেল ও উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক লেনদেন ও বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।





