ভেবেছিলেন কানে খোল জমেছে, আসলে ঘর বেঁধেছিল আটপেয়েরা
হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল লুসি ওয়াইল্ডের। কানের ভিতর একটা কিছু ফাটছে, এমন অনুভব করেছিলেন তিনি। ভেবেছিলেন, বোধহয় কানে খোল জমেছে। কিন্তু...

লন্ডন: গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে, প্রথম তাঁর কানে একটা অস্বাভাবিক অনুভূতি হয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল লুসি ওয়াইল্ডের। কানের ভিতর একটা কিছু ফাটছে, এমন অনুভব করেছিলেন তিনি। ভেবেছিলেন, বোধহয় কানে খোল জমেছে। কিন্তু, তারপর থেকে বহুবার তিনি কানের ভিতর ওই রকম শব্দ শোনেন এবং তাঁর কানে অবিরাম ব্যথা শুরু হয়। শেষে ডাক্তারের কাছে গিয়ে যা জানতে পারলেন, তাতে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি।
২৯ বছরের লুসি থাকেন ইংল্যান্ডের চেশায়ারে। দীর্ঘদিন ধরে কানে ওই অস্বস্তি বোধ করার পর, তিনি স্থানীয় হাসপতালে গিয়েছিলেন। তাঁকে ইএনটি বিভাগে পাঠানো হয়েছিল। ইএনটি বিশেষজ্ঞ একটি ইয়ারবাড ক্যামেরা দিয়ে তাঁর কান পরীক্ষা করে দেখেছিলেন, তাঁর কানে বাসা বেঁধেছে মাকড়সা!লুসি বলেছেন, “আমার কান থেকে একটা মাকড়সার বাসা বের হয়েছিল। ব্যাপারটা অনেকটাই আতঙ্কের কল্পকাহিনির মতো।”
তবে, তার আগেই একবার তিনি তাঁর কান থেকে একটি মাকড়সা বের করেছিলেন। কানে খোল জমেছে ভেবে, কানে জলপাই তেল দিয়েছিলেন লুসি। তাতে, কান থেকে একটি মাকড়সা বেরিয়ে এসেছিল। তিনি ভেবেছিলন, ওই একটিই বোধহয় কোনোভাবে কানে ঢুকে পড়েছিল। কিন্তু, তিনি ঘুনাক্ষরেও ভাবতে পারেননি, মাকড়সার একটা আস্ত বাসা তৈরি হয়েছে তাঁর কানের ভিতর।
লুসি জানিয়েছেন, ইএনটি বিশেষজ্ঞের কথা শুনে, তাঁর মাথা ঘুরে গিয়েছিল। এরপর, ওই চিকিৎসক একটি যন্ত্রের সাহায্যে, মাকড়সার সম্পূর্ণ বাসাটি লুসির কান থেকে শুষে বের করেছিলেন। যেভাবে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘরের ময়লা পরিষ্কার করা হয়, অনেকটা সেই ভাবে। লুসি জানিয়েছেন, প্রক্রিয়াটি এতটাই বেদনাদায়ক ছিল যে, তিনি সেই সময় বমি করে ফেলেছিলেন। তিনি এর আগে এত ব্যথা কিছুতে পাননি।
তবে, তাঁর কানে এখনও মারড়সার বাসাটির কিছু অবশিষ্টাংশ থেকে গিয়েছে বলে উদ্বিগ্ন লুসি। তিনি জানিয়েছেন, এই ঘটনায় তাঁর মানসিক ক্ষতি হয়েছে সবথেকে বেশি। কারণ, বাসাটি কান থেকে বের করার পরও, তাঁর সব সময় মনে হয়, কানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আটপেয়েরা। তাই, তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সকলকে এই বিষয়ে সচেতন করতে চান।





