Microsoft AI: কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতীয় গ্রামবাসীদের অবদান, কৃতজ্ঞতা মাইক্রোসফ্টের
মাইক্রোসফ্টও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। সেই কাজে নাকি সাহায্য করেছে ভারতের গ্রামবাসীরা। বুধবার এমনটাই জানিয়েছেন মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা। শীর্ষস্থানীয় এক প্রযুক্তিতে ভারতের হাজার হাজার গ্রামবাসী সাহায্য করেছে, তা শুনতে অবাক লাগছে তো?
নয়াদিল্লি: বিশ্বজুড়ে প্রযুক্তির দুনিয়ায় আলোচনার মধ্যমণি কৃত্রিম বুদ্ধিমত্তা। সারা বিশ্বেই এই প্রযুক্তির গবেষণা এবং প্রয়োগ নিয়ে চর্চা চলছে। মাইক্রোসফ্টও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। সেই কাজে নাকি সাহায্য করেছে ভারতের গ্রামবাসীরা। বুধবার এমনটাই জানিয়েছেন মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা। শীর্ষস্থানীয় এক প্রযুক্তিতে ভারতের হাজার হাজার গ্রামবাসী সাহায্য করেছে, তা শুনতে অবাক লাগছে তো? সে কথা নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এক পোস্টে জানিয়েছেন মাইক্রোসফ্ট সিইও।
মাইক্রোসফ্ট সিইও এ ব্যাপারে লিখেছেন, “ভারতে আপনি যদি হিন্দি বা ইংরেজি না জানেন, তাহলে প্রযুক্তির বিষয়ে সাহায্য পাওয়া কঠিন হয়ে যায়। সে জন্যই মাইক্রোসফ্ট চাইছে প্রত্যেককে নিজের ভাষায় পরিষেবা দিতে।” তিনি আরও জানিয়েছেন, এআই মডেল গড়তে ভারতের বিভিন্ন ভাষাভাষীর গ্রামবাসীদের থেকে ইনপুট নিয়েছে মাইক্রোসফ্ট। এতেই গ্রামবাসীরা পরোক্ষ অবদান রেখেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে।
মঠারি ভাষায় এআই মডেলে সাহায্য করেছেন ৫৩ বছরের রাজারাম বোকালে। মাইক্রোসফ্ট অনুমোদিত কারয়া অ্যাপের মাধ্যমে তাঁর স্বর পৌঁছে গিয়েছে মাইক্রোসফ্টের কাছে। তা করে নিজেও রোজগার করেছেন রাজারাম। এই কাজে অংশ নিতে পেরে নিজের খুশিও গোপন করেননি তিনি।