পরে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ওই বন্দুকবাজকে আটক করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর কথাও স্বীকার করে নেওয়া হয়। তবে মোট কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সরকারি সূত্রে।
#BREAKING: Shooting reported at Russian university, harrowing footage shows students jumping out of windows to escape gunman
More: https://t.co/gV0sv3xUdE pic.twitter.com/bZYNG177yM
— RT (@RT_com) September 20, 2021
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলা পরবর্তী একাধিক ভিডিয়োয়। কোথাও দেখা যাচ্ছে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পড়ুয়ারা। তাদের সাহায্য় করছে বাকি পড়ুয়ারা। অপর একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গুলির শব্দ শুনতেই পড়ুয়ারা জানলা খুলে সেখান থেকে ঝাঁপ দিচ্ছে। আহতরা গুলির আঘাতে চোট পেয়েছে নাকি জানলা থেকে ঝাঁপ দেওয়ার কারণে আহত হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
রাশিয়ার তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও শুরু করা হয়েছে। কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে হামলা চালানো হয়েছিল কিনা, কিংবা কেবলই প্রতিহিংসার বশে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
আরও পড়ুন: Volcano Eruption: দিনের আকাশও ঢেকেছে আঁধারে, বইছে লাভার ফোয়ারা! ৫০ বছর পর ফের জেগে উঠল আগ্নেয়গিরি