ঘুম ভাঙছিল না কিছুতেই, দাঁত মাজতে গিয়ে গিলে ফেললেন আস্ত টুথব্রাশ! তারপর….

জিয়াংসু প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি রোজকার মতোই ঘুম চোখে দাঁত মাজছিলেন, কিন্তু ঘুমের ঘোরে বেখেয়ালে ব্রাশটিকেই গিলে ফেলেন। ১৫ সেন্টিমিটার লম্বা ওই ব্রাশটি তাঁর গলায় আটকে যায়।

ঘুম ভাঙছিল না কিছুতেই, দাঁত মাজতে গিয়ে গিলে ফেললেন আস্ত টুথব্রাশ! তারপর....
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 3:02 PM

বেজিং: পর্যাপ্ত ঘুম না হলে অনেকেই কাজে ভুল করেন। কিন্তু ঘুমের ঘোরে দাঁত মাজার ব্রাশ গিয়ে ফেলেছেন, এমন ঘটনা আগে শুনেছেন কখনও। অর্ধ ঘুমন্ত অবস্থায় দাঁত মাজতে গিয়ে এই ঘটনাই ঘটালেন এক চিনা ব্যক্তি। ব্রাশ গিলে ফেলার পরই তাঁর হুঁশ ফেরে। কিন্তু ততক্ষণে যা বিপত্তি হওয়ার, তা হয়ে গিয়েছে। নিজে গলা থেকে টুথব্রাশটি বের করতে না পারায়, বাধ্য হয়ে অস্ত্রোপচার করে সেই ব্রাশটি বের করতে হয়।

চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি রোজকার মতোই ঘুম চোখে দাঁত মাজছিলেন, কিন্তু ঘুমের ঘোরে বেখেয়ালে ব্রাশটিকেই গিলে ফেলেন। ১৫ সেন্টিমিটার লম্বা ওই ব্রাশটি তাঁর গলায় আটকে যায়। গলায় আঙুল ঢুকিয়ে ব্রাশ বের করার চেষ্টা করলেও তা উল্টে আরও ভিতরে চলে যায়। অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে।

তাইজ়োউ ফোর্থ পিপলস হাসপাতালের চিকিৎসকরা এক্স-রে করে দেখেন গলা থেকে কিছুটা নীচেই আটকে রয়েছে ওই ব্রাশটি। তাঁকে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের জন্য় গ্যাস্ট্রোস্কোপিক বিভাগে নিয়ে যাওয়া হয়। প্ল্যাস্টিকের ব্রাশ হওয়ায় তা কিছুতেই বের করা যাচ্ছিল না। পরে তা অনেক কষ্টে বের করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচার করে টুথব্রাশটি বের করা হলেও চিকিৎসকরা অবাক হয়ে গিয়েছেন যে একজন ঘুমের ঘোরে কীভাবে আস্ত ব্রাশই গিলে ফেলতে পারেন! তবে বুদ্ধির জোরে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতাল চলে আসায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই জানান চিকিৎসকরা।  আরও পড়ুন: করোনাজয়ীদের মধ্যে টিকা নিতে অনীহা! বড় বিপদের সতর্কবার্তা মার্কিন গবেষণায়