Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনাজয়ীদের মধ্যে টিকা নিতে অনীহা! বড় বিপদের সতর্কবার্তা মার্কিন গবেষণায়

গবেষণায় আরও জানানো হয়েছে, সংক্রমণের পর দেহে করোনার বিরুদ্ধে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা নিয়ে এখনও সঠিক ধারণা নেই এবং নতুন নতুন ভ্য়ারিয়েন্টের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রভাবিত হতে পারে।

করোনাজয়ীদের মধ্যে টিকা নিতে অনীহা! বড় বিপদের সতর্কবার্তা মার্কিন গবেষণায়
ছবি - পিটিআই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 7:55 AM

ওয়াশিংটন: টিকা নিতে অনীহা? আপনার সামনে কিন্তু অপেক্ষা করছে বড় বিপদ। কারণ টিকাপ্রাপ্তদের তুলনায় যারা টিকা নেননি, তাদেরই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। শুক্রবার এমনটাই জানানো হল আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে।

ক্রমবর্ধমান সংক্রমণের কছথা মাথায় রেখে মার্কিন স্বাস্থ্য সংস্থার তরফে ফের একবার সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয় করোনা টিকা নেওয়ার। যারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেছেন, তাদের মধ্যেও টিকা ঘিরে যে চরম অনীহা দেখা দিয়েছে, সেই বিষয়েও সিডিসির তরফে বলা হয়, “অনেকেই পূর্বে করোনা সংক্রমিত হওয়ায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে, এই ভেবে টিকা নিতে চাইছেন না। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে পূর্বে করোনা সংক্রমিকৃতদেরও একটি নির্দিষ্ট সময় বাদে টিকার প্রয়োজন।”

কেনটাকিতে ২৪৬ জন করোনা আক্রান্ত, যারা প্রথমবার ২০২০ সালের মে মাসে এবং দ্বিতীয়বার চলতি বছরের জুন মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন, তাদের উপর গবেষণা চালানো হয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের তুলনায় ২.৩৪ গুণ বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে যারা টিকা নেননি, তাদের মধ্যে।

গবেষণায় আরও জানানো হয়েছে, সংক্রমণের পর দেহে করোনার বিরুদ্ধে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা নিয়ে এখনও সঠিক ধারণা নেই এবং নতুন নতুন ভ্য়ারিয়েন্টের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রভাবিত হতে পারে। এই গবেষণায় একটিই খামতি রয়ে গিয়েছে, তা হল আমেরিকায় ডেল্টা ভ্য়ারিয়েন্টের সংক্রমণ শুরুর আগেই এই গবেষণা করা হয়েছিল। আরও পড়ুন: প্রাদেশিক রাজধানীও দখল নিল তালিবান, ‘প্রতিশোধের খেলা’য় সাহায্যের হাত বাড়াচ্ছে মার্কিন সেনা