AI Steve in UK elections: ভোটের ময়দানে কৃত্রিম বুদ্ধিমত্তা! ব্রিটেনে প্রার্থী ‘এআই স্টিভ’

AI Steve in UK elections: রাজনীতিতেও ঢুকে পড়ল এআই। ৪ জুলাই, ব্রিটেনের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এআই প্রার্থী, 'এআই স্টিভ'। জিতে গেলে অবশ্য ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে 'এআই স্টিভ' বসবে, তা নয়। আসলে, এই এআই প্রার্থীর পিছনে রয়েছে একজন মানুষ - এআই সংস্থা, 'নিউরাল ভয়েসে'র চেয়ারম্যান স্টিভ এন্ডাকট।

AI Steve in UK elections: ভোটের ময়দানে কৃত্রিম বুদ্ধিমত্তা! ব্রিটেনে প্রার্থী 'এআই স্টিভ'
ব্রিটেনের ভোটে প্রার্থী এআই স্টিভ Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 24, 2024 | 4:58 PM

লন্ডন: ২০২৩ সাল জুড়ে সবথেকে বেশি আলোচনা হয়েছিল ‘এআই’, অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের জীবনে আরও বেশি বেশি করে ঢুকে পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা। কার্যক্ষেত্রে সেটাই হতে চলেছে। এআই-এর প্রভাবে বছরের শুরু থেকেই কাজ হারিয়েছেন বহু মানুষ। এবার রাজনীতিতেও ঢুকে পড়ল এআই। ৪ জুলাই, ব্রিটেনের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এআই প্রার্থী, ‘এআই স্টিভ’।

জিতে গেলে অবশ্য ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ‘এআই স্টিভ’ বসবে, তা নয়। আসলে, এই এআই প্রার্থীর পিছনে রয়েছে একজন মানুষ – এআই সংস্থা, ‘নিউরাল ভয়েসে’র চেয়ারম্যান স্টিভ এন্ডাকট। ব্রিটেনের ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আর তাঁর প্রচারের সম্মুখভাগে রয়েছে তাঁর এআই অবতার, ‘এআই স্টিভ’। শুধু প্রচারের দায়িত্বেই নেই এআই স্টিভ। স্টিভ এন্ডাকট সাফ জানিয়েছেন, জিতলে মানব রাজনীতিবিদ হিসেবে তিনি সংসদে যাবেন ঠিকই, কিন্তু তাঁর সমস্ত নীতি এবং পদক্ষেপ নিয়ন্ত্রণ করবে তাঁর সহ-পাইলট, এআই স্টিভ।

তিনি আরও জানিয়েছেন, তাঁকে বা অন্য কোনও রাজনৈতিক নেতাকে সবসময় হাতের কাছে পান না সাধারাণ মানুষ। কিন্তু, এআই স্টিভকে যে কোনও সময় প্রশ্ন করতে পারবেন, তাঁদের উদ্বেগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এন্ডাকট জানিয়েছেন, তিনি এআই-এর ক্ষমতা ব্যবহার করে এমন একজন রাজনীতিবিদ তৈরি করতে চেয়েছেন, যিনি প্রতিনিয়ত ভোটারদের কথা শুনে, তাদের মতামত গ্রহণ করে কে নীতিগত সিদ্ধান্ত নেবেন।

এআই স্টিভের সঙ্গে ‘নিউরাল ভয়েসে’র চেয়ারম্যান স্টিভ এন্ডাকট

জানা গিয়েছে, নিউরাল ভয়েসের অত্যাধুনিক ভাষাগত এআই মডেল এবং এন্ডাকটের দলীয় নীতির একটি ডাটাবেসের মাধ্যমে পরিচালিত হয় এআই স্টিভ। ভোটাররা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন, ভাব বিনিময় করতে পারেন। এআই স্টিভকে তাঁরা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, তার সঙ্গে তাঁদের মতামত ভাগ করে নিতে পারেন। তাঁদের উদ্বেগ শুনে, ভয়েস এবং টেক্সট মাধ্যমে জবাব দিচ্ছে এআই স্টিভ। অনেক সময়, ভোটাররা এমন কিছু প্রশ্ন করেন, যা এন্ডাকটের নীতিগুলির মধ্যে নেই। কাজেই সেই বিষয়ে এআই স্টিভের বলার কিছু থাকে না। এই ক্ষেত্রে সে বিষয়টি নিয়ে দ্রুত গবেষণা করে, ভোটারদের সঙ্গে সেই বিষয়ে আরও আলোচনা করে। সেই বিষয়ে ভোটারদের পরামর্শ চায়। তারপর, সেই বিষয়ে নিজস্ব মতামত ও নীতি তৈরি করে।

ব্রেক্সিট নিয়ে যেমন, এআই স্টিভ বলেছে, “গণতন্ত্র হিসাবে, ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত বড় কথা নয়। আমার দায়িত্ব এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা।” ভবিষ্যতে ব্রেক্সিট কীভাবে পরিচালনা করা উচিত সেই সম্পর্কে ভোটারদের ভাবনা-চিন্তা জানতে চেয়েছে এআই স্টিভ।

এর আগেও একবার ভোটে দাঁড়িয়েছিলেন স্টিভ এন্ডাকট। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ দলের প্রার্থী হয়েছিলেন। সেবার অবশ্য জিততে পারেননি। এবার অবশ্য তাঁর এআই অবতার ব্রিটেনের রাজনীতিতে ঝড় তুলেছেন। এবার তিনি প্রার্থী নির্দল হিসেবে। এআই স্টিভের প্রচার তাঁকে রাজনৈতিক সাফল্য দেয় কিনা সেটাই এখন দেখার।

রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?