Taiwan To China: ‘পিছপা হব না’, জিনপিংয়ের মন্তব্যের পর কড়া বার্তা তাইওয়ানের
Taiwan To China: চিনের প্রেসিডেন্ট এদিন বলেছেন, 'তাইওয়ান ইস্যু নিয়ে কী করা হবে, তা সম্পূর্ণভাবেই চিনের মানুষের উপরে নির্ভর করছে।' এবার পাল্টা তাইওয়ানের তরফে জানানো হয়েছে, 'নিজেদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা এবং গণতন্ত্রের সঙ্গে আপস করা হবে না।'
তাইপেই: ‘তাইওয়ান ইস্যু নিয়ে কী করা হবে, তা সম্পূর্ণভাবেই চিনের মানুষের উপরে নির্ভর করছে।’ রবিবার চিনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের তরফে আয়োজিত গণ সম্মেলনে কমিউনিস্ট পার্টি প্রধান তথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যু নিয়ে এমনটাই মন্তব্য করেন। তিনি গণ সম্মেলনে বলেছেন, ‘তাইওয়ানে কী হবে তা পুরোপুরি নির্ভর করছে চিনের মানুষের উপর। আমরা আন্তরিকতা এবং সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে শান্তিপূর্ণ পুনর্মিলনের প্রচেষ্টা চালিয়ে যাব,কিন্তু শক্তির ব্যবহার ত্যাগ করার প্রতিশ্রুতি দেব না।’ এবার জিনপিংয়ের মন্তব্যের পাল্টা জবাব দিল তাইওয়ানও।
চিনা প্রেসিডেন্টের মন্তব্যের প্রেক্ষিতে তাইওয়ান জানিয়েছে, তারা মাথা নোয়াবে না। তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে জানিয়েছে, ‘নিজেদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা এবং গণতন্ত্রের সঙ্গে আপস করা হবে না।’ এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চিন সাগর অঞ্চলে শান্তি বজায় রাখার দায়িত্ব উভয় পক্ষেরই। প্রসঙ্গত, তাইওয়ান নিজেদের স্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও চিন সেই মান্যতা দেয় না। তারা তাইওয়ানকে চিনের অবিচ্ছিন্ন অংশ হিসেবে মনে করে। এদিকে সম্প্রতি অগাস্ট মাসে তাইওয়ানে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চিন ও তাইওয়ানের মধ্যে সংঘাত বাড়ে। তারপর থেকেই অল্পসল্প তাইওয়ানের সীমানায় সামরিক অভিযান চালিয়ে গিয়েছে চিন।
এদিকে বেজিংয়ে আয়োজিত কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেসের প্রথম দিন ছিল আজ। সেই কংগ্রেসে যোগ দিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন যে চিন সবসময় তাইওয়ানের জনগণকে ‘সম্মান করে, যত্ন করে ও তাইওয়ান মানুষের উপকারের কথা ভাবে। এবং তাইওয়ান প্রণালী জুড়ে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘তাইওয়ান সমস্যার সমাধান করা চিনের জনগণের কাজ এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিনের জনগণ।’ তাঁর কথায়, ‘আমরা আন্তরিকতা ও সর্বোত্তম প্রচেষ্টার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পুনর্মিলনের চেষ্টা করছি। তবে আমরা শক্তির ব্যবহার ত্যাগ করার প্রতিশ্রুতি দেব না।’ চিনের রাষ্ট্রনেতার এই বক্তব্যের পরই নিজেদের জবাব জানাল তাইওয়ান।