Penguins Death: ভেসে আসছে হাজার হাজার পেঙ্গুইনের দেহ, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Penguins Death: আটলান্টিক সাগরের তীরে শুধুমাত্র ১০ কিলোমিটারের মধ্যেই পড়ে রয়েছে ৫০০ পেঙ্গুইনের দেহ।
![Penguins Death: ভেসে আসছে হাজার হাজার পেঙ্গুইনের দেহ, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা Penguins Death: ভেসে আসছে হাজার হাজার পেঙ্গুইনের দেহ, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/07/Penguins-Death.jpg?w=1280)
উরুগুয়ে: বরফ সাদা অঞ্চেই মূলত বাস পেঙ্গুইনদের। কিন্তু সমুদ্র উপকূলে কেন সেই সব পেঙ্গুইনদের দেহ ভেসে এল, তা বুঝে উঠতে পারছেন না গবেষকরাও। মাত্র ১০ দিনে ২০০০ পেঙ্গুইনের দেহ ভেসে এসেছে পূর্ব উরুগুয়েতে। অনেক সময় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে এভাবে পেঙ্গুইনদের মৃত্যু হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সেটা কারণ নয় বলেই জানা যাচ্ছে।
আটলান্টিক সাগরে ভাসতে ভাসতে দেহগুলি পৌঁছেছে উরুগুয়ের উপকূলে। যে সব পেঙ্গুইনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গিয়েছে।
উরুগুয়ের পরিবেশ মন্ত্রকের এক আধিকারিক কারমেন লেজাগোয়েন জানিয়েছেন, বেশির ভাগ পেঙ্গুইনের শরীরেই কোনও খাবার ছিল না। তবে নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে ইনফ্লুয়েঞ্জার কোনও লক্ষণ নেই।
মূলত দক্ষিণ আর্জেন্টিনাতেই এই ম্যাগেলানিক পেঙ্গুইনদের বসবাস। শীতকালে এরা খাবার ও অপেক্ষাকৃত গরম জলের খোঁজে ব্রাজিলের উপকূলবর্তী অঞ্চলেও পৌঁছে যায়। এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, এভাবে কিছু পেঙ্গুইনের মৃত্যু হয়ে থাকে ঠিকই, তবে এত বেশি সংখ্যায় হওয়াটা স্বাভাবিক নয়।
আটলান্টিক সাগরের তীরে শুধুমাত্র ১০ কিলোমিটারের মধ্যেই পড়ে রয়েছে ৫০০ পেঙ্গুইনের দেহ। অতিরিক্ত মাছ জল থেকে তুলে নেওয়া হচ্ছে, ফলে পেঙ্গুইনদের খাবারের অভাব হয়ে থাকতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। অবৈধভাবে মাছ ধরাকেও কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময় ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পড়েছিল এক ঘূর্ণীঝড়। তার জেরে অনেক দুর্বল প্রাণীর মৃত্যু হয়। শুধু পেঙ্গুইন নয়, সম্প্রতি কচ্ছপ সহ সমুদ্রের অনেক প্রাণীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।