করোনার কোপে ১০০ কোটি মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাবে: রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসঙ্ঘের ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP-র সমীক্ষা অনুযায়ী, করোনা (COVID-19) অতিমারির ফলে প্রায় আরও ২০ কোটি ৭০ লক্ষ মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাবেন।

করোনার কোপে ১০০ কোটি মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাবে: রাষ্ট্রসঙ্ঘ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 1:08 PM

রাষ্ট্রসঙ্ঘ: করোনা অতিমারির ফলে ইতিমধ্যেই চাকরিহারা হয়েছেন কোটি কোটি মানুষ। নিউ নর্মালে পরিস্থিতির উন্নতি হলেও চাকরির বাজার তেমন ফেরেনি। এবার রাষ্ট্রসঙ্ঘ (United Nation) জানাল করোনা অতিমারির দীর্ঘকালীন প্রভাবে দারিদ্র নেমে আসতে পারে প্রায় ২০ কোটি মানুষের জীবনে।

রাষ্ট্রসঙ্ঘের ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP-র সমীক্ষা অনুযায়ী, করোনা (COVID-19) অতিমারির ফলে প্রায় আরও ২০ কোটি ৭০ লক্ষ মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাবেন। যার ফলে ২০৩০ সালের মধ্যে দারিদ্র সীমার নীচে থাকবেন মোট ১০০ কোটি মানুষ। বর্তমান করোনা পরিস্থিতির নিরিখে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারে যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে বিশেষজ্ঞরা আন্দাজ করছেন ২০৩০ সালের মধ্যে আরও ৪ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্রতায় ভুগবেন।

সমীক্ষা বলছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি মহিলা দারিদ্র সীমার নীচে চলে যাবেন। তবে এই অতিমারির দীর্ঘকালীন প্রভাবের সঙ্গে লড়াইয়ের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপের কথা ভেবে নিয়েছে UNDP। বিভিন্ন স্থায়ী প্রকল্পের মাধ্যমে এই দারিদ্র দূরীকরণ সম্ভব। UNDP আশাবাদী যে স্থায়ী প্রকল্পের মাধ্যমে প্রায় ১৪ কোটি মানুষকে চরম দারিদ্র থেকে বের করে আনা সম্ভব। ৭ কোটি মহিলাকেও দারিদ্র সীমার উপরে আনা সম্ভব হবে।

আরও পড়ুন: এই প্রথম ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের আবেদন জানাল ফাইজ়ার

UNDP-র প্রশাসক একিম স্টেইনার বলেছেন, “শুধুমাত্র করোনা নয়, এই পরিস্থিতিতে আমাদের কাছে সুযোগ রয়েছে মানুষদের নতুন উন্নতি ঘটিয়ে এই বিশ্বকে আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। “