Shefali Razadan Duggal : বাইডেনের তালিকায় আবারও ভারতীয়, মার্কিন দূত হলেন ভারতীয় বংশোদ্ভূত শেফালি
Shefali Razadan Duggal : ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক কর্মী শেফালি রাজদান দুগ্গালকে নেদারল্যান্ডে মার্কিন দূত হিসেবে মনোনীত করেছেন।
ওয়াশিংটন : ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক কর্মী শেফালি রাজদান দুগ্গালকে নেদারল্যান্ডে মার্কিন দূত হিসেবে মনোনীত করেছেন। অন্যান্য প্রশাসনিক ও কূটনৈতিক পদের পাশাপাশি শুক্রবার হোয়াইট হাউসের তরফে এই ঘোষণাও করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে দুগ্গাল জো বাইডেনের মহিলাদের জন্য ন্যাশনাল কো-চেয়ার এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিতে ডেপুটি ন্যাশনাল ফিন্যান্স চেয়ার ছিলেন। ৫০ বছরের দুগ্গাল ভারতের জম্মু ও কাশ্মীর থেকে আমেরিকাতে গিয়েছেন। তিনি সিনসিনাট্টি, শিকাগো, নিউ ইয়র্ক এবং বস্টনে বড় হয়েছেন। প্রসঙ্গত, এর আগেও বাইডেনের প্রশাসনে বহু ভারতীয় বংশোদ্ভূত গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
দুই সন্তানের মা শেফালি রাজদান দুগ্গাল। তার সঙ্গে তিনি একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী। রাজনীতিবিদের পাশাপাশি তিনি একজন নারী অধিকার আইনজীবী এবং একজন মানবাধিকারের প্রচারক। তিনি রাষ্ট্রপতি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম কাউন্সিলে নিয়োজিত হয়েছিলেন। শেফালি রাজাদান পশ্চিম অঞ্চলের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বাইডেন মনোনীত এই রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার ওয়াচের সান ফ্র্যান্সিসকো কমিটির সদস্য এবং ওয়েক ফরেস্ট ইউনির্ভাসিটি লিডারশিপ এবং ক্যারেকটার কাউন্সিলের সদস্য। তিনি এমিলির তালিকার জন্য ন্যাশনাল বোর্ড অফ ডিরেক্টর্সে কাজ করেছেন।
বারাক ওবামার শাসনকালে শেফালি রাজদান দুগ্গাল ২০০৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে সক্রিয় ছিলেন। হিলারি ক্লিন্টনের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্লিন্টনের প্রচারাভিযানের নর্দান ক্যালিফোর্নিয়া স্টিয়ারিং কমিটি এবং উইমেন ফর হিলারি কমিটির সদস্য ছিলেন। শেফালি রাজদান মিয়ামি ইউনিভার্সিটি থেকে গণ জ্ঞাপন নিয়ে পড়াশোনা করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তিনি রাজনৈতিক জ্ঞাপনে (Political Communication) স্নাতকোত্তর করেছেন। তিনি এর পাশাপাশি বিভিন্ন নাগরিক পুরস্কার পেয়েছেন। তিনি ইউএস হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম কর্তৃক ওয়েস্টার্ন রিজিওনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে স্টেট অ্য়াসেম্বলি থেকে কমিউনিটি হিরো হিসেবে পরিচিতি পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার অন্যতম ক্ষমতাশালী মহিলা হিসেবে ন্যাশনাল ডাইভার্সিটি কাউন্সিল থেকে পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন : Russia-Ukraine Conflict: স্ত্রী-পুত্রকে ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে এক বিশ্বসেরা ‘স্নাইপার’, কে এই ওয়ালি?