Watch Video: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে ‘পাগলা’ ঘোড়া, দর্শকের ভিড়ে ঢুকে বাধাল হুলুস্থূল কাণ্ড

King Charles III Coronation: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে ঘোড়া বিপত্তি। একটি ঘোড়া রাস্তা দিয়ে যাওয়ার পরিবর্কে বেঁকে বসে। জনতার ভিড়ে ঢুকে যায়। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Watch Video: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে ‘পাগলা’ ঘোড়া, দর্শকের ভিড়ে ঢুকে বাধাল হুলুস্থূল কাণ্ড
Image Credit source: টুইটার স্ক্রিনশট
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 6:09 PM

লন্ডন: ধুমধাম করে শনিবার রাজ্যাভিষেক হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। এই রাজ্যাভিষেকের অনুষ্ঠানের মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। রাজার রাজ্যাভিষেকের অনুষ্ঠান দেখতে ওয়েস্টমিনস্টার অ্য়াবেতে জড়ো হয়েছিলেন হাজার হাজার জনতা। সেই জনতার ভিড়েই বেঁকে বসে এক ঘোড়া। এই ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক দেখতে শয়ে শয়ে জনতা জড়ো হয়েছেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন জনতারা। রাজ্যাভিষেক পর্ব শেষে ওয়েস্টমিনস্টার অ্য়াবে থেকে বাকিংহাম প্রাসাদের উদ্দেশে রওনা দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে কয়েকটি ঘোড়াকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘোড়াগুলি রাজকীয় শোভাযাত্রায় অংশ নিয়েছিল। ঘোড়াগুলির প্রত্যেকের উপরেই সওয়ার ছিলেন একজন করে কর্মচারী। তবে ঘোড়ার দলের মধ্যে একটি ঘোড়া হঠাৎ করেই বেঁকে বসে। সামনে এগোনোর পরিবর্তে সে পিছন দিকে হাঁটতে শুরু করে। তারপর পিছনে যেতে যেতে সেখানে দাঁড়িয়ে থাকার দর্শকদের গায়ে উঠে পড়ে। ঘোড়ার এই ‘পাগলের’ মতো আচরণ দেখে পালাতে শুরু করেন জনতারা।

‘মত্ত’ ঘোড়ার পিছনে সওয়ার ব্যক্তি তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থই হন। ভিডিয়োতে দেখা যায়, পাশ থেকে এক কর্মী ছুটে আসেন ঘোড়াটিকে সামলাতে। এই ভিডিয়োটিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার এই ভিডিয়ো বিভিন্ন মন্তব্যও করেছেন।