couple travel around the world: চাকরি ছেড়ে পালিত কুকুরের সঙ্গে নৌকোয় বিশ্ব ভ্রমণে বেরলেন দম্পতি

couple travel around the world:এই দম্পতি নিজেদের ১০ বছর বয়সী কুকুর ম্যাক্সের সঙ্গে বিশ্বভ্রমণ করছেন। সম্প্রতিই তারা ব্রিটেনের আর্কিপিলাগো আইল্যান্ডে গিয়েছিলেন, যা কানাডার থেকে সামান্য দূরেই অবস্থিত। ওই আইল্যান্ডে বেশকিছু মানুষ থাকেন আর সেখানে ফোনের পরিষেবাও নেই।

couple travel around the world: চাকরি ছেড়ে পালিত কুকুরের সঙ্গে নৌকোয় বিশ্ব ভ্রমণে বেরলেন দম্পতি
চাকরি ছেড়ে পোষ্যর সঙ্গে নৌকোয় বিশ্বভ্রমণে দম্পতি। ছবি : ইন্টাগ্রামের সৌজন্য
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 6:58 PM

বিশ্বের একটা বড় জনসংখ্যক মানুষের ভ্রমণের শখ রয়েছে। বেশকিছু মানুষ নিজের ক্লান্তিকর কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুরতে পছন্দ করেন, আবার বেশকিছু মানুষ বিশ্বের নানান দুর্দান্ত সব জিনিস দেখতে পছন্দ করেন। ঘুরে বেড়ানোর কারণ যাই হোক না কেন, মানুষ ভ্রমণের মাধ্যমে অনেক কিছুই শেখে যা তাকে বই শেখাতে পারে না। সম্প্রতি এক দম্পতিও নিজেদের ভ্রমণের শখ পূরণ করার জন্য এক অদ্ভুত উপায় খুঁজে বার করেছেন। এই দম্পতি নৌকোর মাধ্যমে পুরো বিশ্ব ঘোরার পরিকল্পনা করেছেন।

ট্যারিন পিকর্ড আর তার স্বামী লোগানের ভ্রমণের ভীষণই শখ রয়েছে। যখন তারা আয়ারল্যান্ডে থাকতেন তখন তাদের পরিকল্পনা ছিল যে তারা বিশ্ব ঘুরবেন। কিন্তু তাদের হঠাৎ করেই শখ হয় নৌকো করে ঘুরবেন। তারা বেশকিছু মানুষের জীবনী দ্বারা প্রভাবিত হন, যারা নৌকোয় থাকতেই পছন্দ করতেন। এরপরই দুজনে নিজেদের চাকরি ছেড়ে একটি নৌকো কিনে নেন। তারপর থেকেই তারা নিজেদের স্বপ্নপূরণ করে চলেছেন।

২০১৯ নৌকোয় থাকার ভাবনা

৩২ বছর বয়সী ট্যারিন একজন প্রাক্তন যোগ শিক্ষক, তিনি কানাডার ভ্যাঙ্কুভারে থাকতেন। ২০১৯ এ তিনি আর তার স্বামী ঠিক করেন তারা নিজেদের পুরনো আর বিরক্তিকর জীবনকে পেছনে ফেলে রোমাঞ্চকর জীবনযাপন করবেন। তারা মেট্রো ওয়েবসাইটের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন – মানুষ নৌকোয় ঘোরার কাজ দীর্ঘদিন ধরেই করে আসছে। যখন আমরা আয়ারল্যান্ডে ছিলাম তখন আমাদের এই ভাবনাটা ভীষণই পছন্দ হয়েছিল। আমরাও এক জায়গায় থেমে থাকতে চাইনি। তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নৌকোতেই থাকব। আমরা নিজেদের শহরেই ৫ দিনের একটি ক্র্যাশকোর্স করি আর তারপর আমরা নৌকোয় থাকার জন্য প্রস্তুত হয়ে যাই।

৭৪ লাখ টাকার নৌকোয় করেন সফর

ওই দম্পতি নিজেদের প্রথম নৌকো ২০ লাখ টাকায় কিনেছিলেন। কিন্তু তারা কিছুদিন পরেই সেটা বিক্রি করে দেন, কারণ তাদের মনে হয়েছিল আরামে নৌকোয় থাকার জন্য তাদের আরও বড় নৌকোর প্রয়োজন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তারা ৪৫ ফুট লম্বা একটি নৌকো কিনে নেন, যার দাম ছিল ৪৮ লাখ টাকা। এরপর নৌকোটিকে নিজেদের মতো করে গড়ার জন্য তাদের এক বছরের সময় লাগে। কিন্তু ওই নৌকোয় একটি সমস্যা দেখা দেয়। নৌকাটি খারাপ আবহাওয়ার কাজের প্রমাণিত হয়নি। ওই দম্পতি উত্তর গোলার্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু বেশি বরফে নৌকোটি ঠিক মতো চলেনি। তারপর এই বছর মার্চে তারা শেষমেশ নিজেদের হিসেবে একটি ৪০ ফুট লম্বা স্টিল সেল বোট কেনেন যার দাম ৭৪ লাখ টাকা।

নৌকোয় থাকার জন্য রয়েছে ২টি বেডরুম

এখন এই দম্পতি নিজেদের ১০ বছর বয়সী কুকুর ম্যাক্সের সঙ্গে বিশ্বভ্রমণ করছেন। সম্প্রতিই তারা ব্রিটেনের আর্কিপিলাগো আইল্যান্ডে গিয়েছিলেন, যা কানাডার থেকে সামান্য দূরেই অবস্থিত। ওই আইল্যান্ডে বেশকিছু মানুষ থাকেন আর সেখানে ফোনের পরিষেবাও নেই। ওই দম্পতির নৌকোয় দুটি বেডরুম, রান্নাঘর, বাথরুম আর সামনের দিকে যথেষ্ট জায়গাও রয়েছে। তারা সারাদিন মাছ ধরেন আর জলের সঙ্গে সম্পর্কিত বেশকিছু কাজকর্মও করেন অথবা বই পড়েন। আর যদি ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় তাহলে তারা নেটফ্লিক্সও দেখেন। ওই দম্পতি নিজেদের পুরো সময়ই জলে কাটান। মাসে একবার রেশন কেনার জন্য তারা শহরে যান। নৌকোটিতে ৬০০ লিটারে একটি জলের ট্যাঙ্ক রয়েছে। এই কারণে ওই দম্পতি পরিস্কার জলের ব্যবহার শুধু পান করার, খাবার তৈরি আর স্নানের জন্যই করে থাকেন। বাকি কাজের জন্য তারা সমুদ্রের জন ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন: Corona Vaccination: টিকা না নেওয়া নাগরিকদের জন্য লকডাউন ঘোষণা করল এই দেশ, নিষিদ্ধ বাড়ি থেকে বেরনো