Anonychia: হাতের আঙুলে নেই একটি নখ, ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

Viral Image: ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন বা এনসিবিআই জানিয়েছে, অ্যানোনিচিয়া খুবই বিরল রোগ।

Anonychia: হাতের আঙুলে নেই একটি নখ, ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া
ছবি: সোশ্যাল মিডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 7:10 PM

ওয়াশিংটন: মনুষ্যজাতির হাত থাকবে এই বিষয়ে কোনও সংশয় নেই। এমনকী হাতের আঙুলে নখ থাকার মধ্যেও নেই কোনও অস্বাভাবিকতা। হঠাৎ করে আপনি যদি এমন কোনও মানুষের হাত দেখতে পান, যাঁর আঙুলে কোনও নখ নেই, তাহলে নিঃসন্দেহে অবাক হতে হবে। কিন্তু সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এমনই এক হাতের ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে। ভাইরাল হওয়া ছবিতে যে ব্যক্তির হাত দেখতে পাওয়া যাচ্ছে, সেই হাতের আঙুলে কোনও নখ নেই। জানা গিয়েছে, বিরল এক রোগের স্বীকার ওই ব্যক্তি। সেই কারণে তাঁর হাতে কোনও নখ নেই।

রোগের নাম অ্যানোনিচিয়া কনজেনিটা (Anonychia congenita)। এই রোগে আক্রান্ত হলে হাত ও পায়ের আঙুলে তার প্রভাব পড়ে। এই রোগ জন্মগত এবং এই রোগে আক্রান্ত হলে নখ ছাড়াই সন্তান জন্মগ্রহণ করে। স্বাভাবিক নিয়মে যেন মানুষের নখ বৃদ্ধি পায়, এই রোগে আক্রান্ত হলে নখ বৃদ্ধিরও কোনও সম্ভাবনা নেই।

ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন বা এনসিবিআই জানিয়েছে, অ্যানোনিচিয়া খুবই বিরল রোগ। এটি একটি একক বৈশিষ্ট্য বা একটি সিন্ড্রোমের অংশ হিসেবে হতে পারে। তবে সিন্ড্রোম ছাড়াও অ্যানোনিচিয়া হতে পারে, তবে সেক্ষেত্রে আংশিক প্রভাব পড়ার সম্ভাবনাই বেশি। সাধারণ অ্যানোনিচিয়া মানে অন্য কোনো সহাবস্থানে থাকা বড় জন্মগত অসঙ্গতি ছাড়া নখের জন্মগত অনুপস্থিতি এবং এটি অত্যন্ত বিরল। এনসিবিআই জানিয়েছে ক্রোমোজোমগত সমস্যার জন্যই এই রোগ হয়ে থাকে।

তবে এনসিবিআই জানিয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত এই রোগের কোনও চিকিৎসা নেই। এই রোগের চিকিৎসা হিসেবে কৃত্রিম নখ ব্যবহার করা হতে পারে। এই নিয়ে বিজ্ঞানী ও গবেষকরা এখনও চিকিৎসা চালাচ্ছেন।