Bharat Mart: মোদীর হাত ধরে দুবাইয়ে আত্মপ্রকাশ, কী এই ভারত মার্ট?

Modi in Dubai: ভারত মার্ট হচ্ছে একটি গুদাম ঘরের মতো। সেখানে এক ছাদের তলায় থাকবে, ভারতে তৈরি হওয়া বিভিন্ন পণ্যের সম্ভার। চিনের ড্রাগন মার্টের ঢঙেই তৈরি করা হয়েছে ভারত মার্ট। দুবাইয়ে প্রায় এক লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই ভারত মার্ট। বিভিন্ন কাজে তা ব্যবহার করা হবে। সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে বাণিজ্য বাড়াতেই এই মার্ট তৈরি করা হয়েছে।

Bharat Mart: মোদীর হাত ধরে দুবাইয়ে আত্মপ্রকাশ, কী এই ভারত মার্ট?
ভারত মার্টের উদ্বোধন করলেন মোদীImage Credit source: AFP
Follow Us:
| Updated on: Feb 15, 2024 | 6:30 PM

দুবাই: দুবাই সফরে বুধবার গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধনের পাশাপাশি ভারত মার্টের উদ্বোধন করেছেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট সেখ মহম্মদ বিন রশিদ আর মাকতৌম। দুবাইয়ের জেবেল আলি ফ্রি জোনে তৈরি করা হয়েছে এই ভারত মার্ট। ২০২৫ সাল থেকে তাতে কাজ শুরু হয়ে যাবে বলে আশা। প্রশ্ন হচ্ছে, কী এই ভারত মার্ট?

ভারত মার্ট হচ্ছে একটি গুদাম ঘরের মতো। সেখানে এক ছাদের তলায় থাকবে, ভারতে তৈরি হওয়া বিভিন্ন পণ্যের সম্ভার। চিনের ড্রাগন মার্টের ঢঙেই তৈরি করা হয়েছে ভারত মার্ট। দুবাইয়ে প্রায় এক লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই ভারত মার্ট। বিভিন্ন কাজে তা ব্যবহার করা হবে। সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে বাণিজ্য বাড়াতেই এই মার্ট তৈরি করা হয়েছে।

ভারত মার্টে ভারতীয় সংস্থার বিভিন্ন পণ্যে মজুত রাখা হবে। এতে ভারতীয় রফতানিকারক বিভিন্ন সংস্থার প্রচুর সুবিধা হবে। দুবাইয়ের বাজারে সরবরাহের জন্য পণ্য মজুত করতে পারবে তারা। খনিজ তেল ছাড়াও অন্যান্য ক্ষেত্রে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর লক্ষ্যমাত্র নিয়েছে দুই দেশ। ২০৩০ সালের মধ্যে তা ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণেই মোদীর হাত ধরে দুবাইয়ে উদ্বোধন হল ভারত মার্টের।