সময় মতো কাজ হয়নি, প্রাণ বাঁচাতে ব্যর্থ হু, দাবি বিশেষজ্ঞ প্যানেলের

অতিমারির বাড়বাড়ন্তের জন্য কার্যত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেই দায়ী করল ইন্ডিপিন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স।

সময় মতো কাজ হয়নি, প্রাণ বাঁচাতে ব্যর্থ হু, দাবি বিশেষজ্ঞ প্যানেলের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 12, 2021 | 5:09 PM

জেনেভা: করোনা (COVID) সংক্রমণের শুরু থেকে বারবার একাধিক নির্দেশিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রকাশ্যে আমেরিকা ছাড়া কোনও দেশ হু-র বিরোধিতা করেনি। তাও আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে গিয়েছিল চিনকে আড়াল করার অভিযোগে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন চিনের হয়ে কথা বলছে হু। কিন্তু এ বার একেবারে প্রকাশ্যে করোনা অতিমারির বাড়বাড়ন্তের জন্য কার্যত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেই দায়ী করল ইন্ডিপিন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে তৈরি এই প্যানেলের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিক লাগাতার ভুল সিদ্ধান্তের জেরেই করোনা অতিমারি এহেন শোচনীয় আকার ধারন করেছে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে আইপিপিপিআর-এর দাবি, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দেশগুলিকে এর মারণ ক্ষমতা সম্পর্কে জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ প্য়ানেল ধনী দেশগুলিকে ভ্যাকসিন গরিব দেশকে বিতরণের প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি পরবর্তী মহামারীর জন্যও প্রস্তুতি সারতে বলেছে ইন্ডিপিন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স। মূলত মহামারীর ভয়াবহতা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বকে জানাতে দেরি করেছে বলে অভিযোগ এই বিশেষজ্ঞ প্যানেলের।

কে কে আছেন এই প্যানেলে?

একাধিক দেশের প্রাক্তন রাষ্ট্রনায়কদের নিয়ে গড়ে উঠেছে এই প্যানেল। যেখানে রয়েছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, লিবারিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ, কলম্বিয়ার প্রাক্তন অর্থমন্ত্রী মরিসিও কার্ডেনাস, টিউনিসিয়ার পুরস্কারপ্রাপ্ত কূটনীতিবিদ আয়া চেব্বি, জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের অধ্যাপক ও গ্লোবাল ফান্ডের প্রাক্তন প্রধান মার্ক ডাইবাল, গ্লোবাল ফান্ডের আরেক প্রাক্তন প্রধান মাইকেল কাজাচকিনে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমএসএফের প্রাক্তন প্রেসিডেন্ট জনি লিউ, স্বাস্থ্যবিদ প্রিসিয়াস মাতসোসো, ইন্টারন্যাশনলা রেসকিউ কমিটির সিইও ও প্রেসিডেন্ট ডেভিড মিলিবান্দ, ইউএনএফপিএর প্রাক্তন এগজ়িকিউটিভ ডিরেক্টর থরায়া ওবাইদ, ভারতের প্রাক্তন স্বাস্থ্য সচিব প্রীতি সুদান, মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট আর্নেস্তো জেডিলো, মেডিক্যাল জার্নাল এডিটর ও অধ্যাপক জং নানশান।

আরও পড়ুন: পরিস্থিতির ভুল অনুমানই দায়ী, ভারতে করোনা বিস্ফোরণ নিয়ে মত ফৌসির